আমরা সাধারণত টিচারদের হাস্যকর বা অপমানজনক নাম দেই/ডাকি....
আমি আজ আমার দেখা কিছু নাম উল্লেখ করব,এবং টিচার দের বাইরেও অন্য কিছু নেম উল্লেখ করব😁
১. ভেল্লু
আমার এক টিচারের নাম। এ নামের রহস্য আমাদের অজানা। আমাদের বড় ভাই তাদের বড় ভাইয়ের থেকে,আমরা আমাদের বড় ভাই এর থেকে শুনেছি। এবং ছোট ভাইদের ও শিখিয়ে যাচ্ছি😁 মানে বংশপরম্পরায় আর কি!!😅 এনার বৈশিষ্ট্য হাদাভোদা টাইপ। ক্লাসে চোখের সামনে আকাম-কুকাম করলেও টের পায় না😐
২. বোঙ্গা
এটাও আমার এক টিচারের নিক নেম। এই নামের রহস্যও অজানা😴 এনার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। মিনিটে ২-৩ বার গলা ঝাড়া দেওয়া এর মধ্যে প্রধান। মেয়েদের সব দোষ মাফ। ছেলেদের সামান্য কারনে অত্যাচার😠
৩. বগা
টিচার। বগের ঠ্যাঙের মত পা লম্বা... তাই বগা😅
ইনিও হাদাভোদা। তবে ভাল জানেন।
৪. আগুন
টিচার। কথায় কথায় রেগে যায়। মাথায় সমস্যা আছে। তাই এই নাম😴 অদ্ভুত সব কর্মকান্ড আর শাস্তি!! কম জানেন,কিন্তু প্রচুর ভাব নেয়। ক্লাস ৯-১০ এর মেয়েদের প্রতি দূর্বলতা
৫. কটকটি
টিচার। সবসময় দাঁতে দাত কটরমটর করেন। তাই কটকটি। অবশ্য "কিরণমালা" নাটকের কটকটির মত ডাইনী লুকের কারনেও এই নাম হতে পারে। ছোতদের ক্লাস নেয়
৬. জান
অবিবাহিত টিচার। সবারই গণ জান😜 ক্লাসের ব্যাপারে আপোষহীন
৭. রোবট
টিচার। ফজরের নামাজের পর থেকে রাত ৯ টা পর্যন্ত টানা ছাত্রছাত্রী পড়ান। পদার্থবিজ্ঞান, রসায়ন,গণিত,ইংরেজি,.. একইসাথে পড়ান। তাই এই নাম। বেশ ভাল জানেন। তবে অহংকারী।
৮. ঠেট্যা
টিচার। বড় ভাই দের মতে "জাউরামি বুদ্ধির কারনে এমন নাম" ভাল বুঝায়। তবে জাউরা😁
৯. হ্যাংলা
ক্লাসমেট। খুব কম বোঝে। কথায় কথায় হ্যাং মারার মগ। তাই এই নাম😅
১০. বাভাতা
ক্লাসমেট। বারোভাতারী😅
১১. ব্যাটারি
টিচার। ব্যাটারির মত.... প্রতিটা ক্লাসে মাথা চার্জ করতে যায় (পড়া ভুলে যায়,অফিসে গিয়ে দেখে আসে😅)
১২. পেচকা, বাঘা
ক্লাসমেট। সংক্ষেপে সজিব p, সজিব b । পেচালের জন্য পেচকা। আর বাবার নামের জন্য বাঘা। তবে কোনো টিচার জানতে চাইলে তাদের নাম হয়ে যেত সজিব বাংলাদেশ(b), সজিব পাকিস্ততান (p)। যুদ্ধের সময় সজিব b এর বাবা একটা বাঘের বাড়ি র পাশে জন্ম নিয়েছিলেন। বাবার উপাধি এখন ছেলের😅
১৩. ভুট্কু
টিচার। নাম জুলফিকার আলী। সেখান থেকে পাকিস্তান আমলের জুলফিকার আলি ভুট্টো.... ৩৫ মিনিটের ক্লাসে এসে ৩০ মিনিট গল্প করে। পরবর্তী ৫ মিনিটে সঙ্গা,উদাহরণ বলেই ক্লাস শেষ😴
১৪. দুল্মাই
টিচার। নামের পরিবর্ধিত রূপ এটা। ভুটকু র মতই কুয়ালিটি। পড়া চোর
১৫. কাউয়া
পরিচালক স্যার😅
Pls like comment subscribe