Grief is a part of human life. Human life is full of happiness and sorrow. Sadness can be understood by looking at the external condition of a person, but in fact there is sadness in the human mind.
And the sadness of the mind is not so easily understood. Although grief is synonymous with suffering, there are many differences. Pain can be felt both externally or mentally, but external pain can also be seen. But grief is not usually seen from the outside, it is a psychological matter.
That is, people feel sad. Sadness involves feelings of emotion. Nowadays no one wants to hear sadness. When he sees sad people, he avoids them. But we should stand by the side of the miserable people. Today you raised your hand in someone's grief, tomorrow if you fall in grief someone from God will raise your hand in your grief.
Nowadays, the sad status of people is widely seen on social media. Maybe people are not getting any help from people close to them or no one understands their grief, they have lost the rhythm of their life. And because of this, sad people are becoming addicted to social media.
বাংলায় অনুবাদ :
দুঃখ মানুষের জীবনেরই একটা অংশ। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। মানুষের বাহ্যিক অবস্থা দেখে অনেক সময় দুঃখ বুঝা গেলেও প্রকৃতপক্ষে দুঃখ থাকে মানুষের মনে।
আর মনের দুঃখ এত সহজে বুঝা যায় না। দুঃখ কষ্ট সমার্থক শব্দ হলেও এর মধ্যে অনেক পার্থক্য লক্ষ করা যায়। কষ্ট বাহ্যিক বা মনে দুইভাবেই অনুভব করা যায়, তবে বাহ্যিক কষ্ট দেখাও যায়। কিন্তু দঃখ সাধারণত বাইরে থেকে দেখা যায় না, এটা একটি মানসিক ব্যাপার।
অর্থাৎ মানুষের দুঃখ থাকে মনে। দুঃখের সাথে আবেগ অনুভূতি জড়িত। আজকাল কেউ দুঃখের কথা শুনতে চায় না। দুখী মানুষকে দেখলে এড়িয়ে চলে। তবে আমাদের উচিত দুখি মানুষের পাশে দাঁড়ানো। আজ আপনি একজনের দুঃখে হাত বাড়ালেন, কাল আপনি দুঃখে পড়লে আল্লাহর পক্ষ থেকে কেউ আপনার দুখে হাত বাড়াবে।
আজকাল সোশাল মিডিয়ায় ব্যাপক হারে দেখা যায় মানুষের দুঃখের স্ট্যাটাস । হয়তোবা মানুষ তাদের কাছের মানুষের কোনো সহায়তা পাচ্ছে না অথবা কেউ তাদের দুঃখ বুঝছে না, তাঁরা তাদের জীবনের ছন্দ হারিয়ে ফেলেছে। আর এজন্যে দুখী মানুষগুলো সোশাল মিডিয়ায়র প্রতি ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে।
Nice article dear, please subscribe me.I will subscribe you