হ্যালো বন্ধুরা
তোমরা সবাই কেমন আছো?
আমি ফিরে এলাম আবারও তোমাদের মাঝে। নতুন কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে। এই অপরূপ সৌন্দর্য সবসময় উপভোগ করা যায় না। কারণ এই অপরূপ সৌন্দর্য ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে।
ধান বাঙ্গালীদের প্রধান ফসল। কারণ এই ধান থেকে চাল উৎপন্ন হয়, আর চাল থেকেই ভাত। আর এ কারণেই বাঙালিদেরকে বলা হয় "মাছে ভাতে বাঙালি "।
ধান গাছে যখন প্রথম মুকুল আসে তখন দক্ষিণা বাতাসে সেই মুকুলের সুবাসে কৃষকের মন ভরে যায়। ফসলের জমি তখন সবুজের সমারোহ।
ধান গাছে যখন পুরোপুরি ধান ফলে, তখন ফসলের জমিতে গেলে দেখা যায়, বাতাসের তালে তালে যেন নিত্য তলে। সে এক অপরূপ সৌন্দর্যের খেলা।
আর এই সৌন্দর্য কেবলমাত্র পরিবার হই উপভোগ করতে পারে।।
এ যেন এক স্রষ্টার অসীম কুদরত এর দান।
শহর অঞ্চলের অনেক ছেলেমেয়েই বলা যাই তাদের এই ধান গাছ সম্পর্কে কোন ধারণাই নেই।
এই দৃশ্যগুলো যখন ক্যামেরাবন্দি করছিলাম। আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা গল্পের কথা মনে পড়ে গেল। সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
গল্পটা হল :
আমার চাচার বাসায় এক আত্মীয় আসছিল তাদের ফ্যামিলি সহ। বাড়িতে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। শহরের মানুষ বলে কথা। তোদের ছেলেমেয়েরাও কখনো গ্রামে আসেনি। এই প্রথমবারের মতো তারা গ্রামের মাটিতে পা রেখেছে। তারা গ্রাম সম্পর্কে অনেক গল্প শুনলেও, ফসলি জমি বা ধান গাছ সম্পর্কে কিছুই জানে না। সেটি তাদের একটি মাত্র কথাই বোঝা গেল।
কথাটি ছিল এমন - দুপুরে সবাই মিলে একসাথে ভাত খাচ্ছিল। তখন শহরের বাবু সাহেব তার ছেলেমেয়েদের কে বলছিল। এই ভাত তোমরা প্রতিদিন ওই খাও, কিন্তু এই ভাত কোথা থেকে আসে জানো?
উত্তরে তারা বলল না তো!
তখন তাদের পিতা বলল : গ্রামের মানুষরাই উৎপাদন করে।
তারা বলল: তাই নাকি। কিভাবে উৎপাদন করে?
পিতা বলল : প্রথমে জমিতে ধান গাছ লাগাই। কয়েক মাস পর ধান গাছ বড় হলে, তাতে ধান ফলে। ধান পেকে গেলে, জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসে। এরপর বিভিন্ন প্রসেসিং করে চাল তৈরি করে।
সবচেয়ে মজার বিষয় হল এইখানে যে, পিতার কথা শেষ হতে না হতেই....
তারা বলল: আব্বু আব্বু ধান গাছের ফার্নিচার তৈরি করা যাই?😄😁😆
এই কথা শুনে তাদের পিতাসহ গ্রামের যারা ছিল সবাই অট্টহাসিতে হেসে ছিল।
যাই হোক পরবর্তীতে তাদেরকে মাঠ এ নিয়ে যাওয়া হয় এবং ধানগাছ দেখানো হয়। এটি দেখে তারা খুবই আনন্দ পাই এবং আনন্দচিত্তে আবার শহরে ফিরে যাই।
আর্টিকেল টি বাংলায় অনুবাদ করা হয়েছে।
মূল লিংক নিচে দেওয়া হল:
https://read.cash/@ilias1996/awesome-photoshoot-by-at-ilias1996-d348dbb6
Stay safe and save lives;
Thanks to everyone for reading this article & Thanks for watching the pictures
Give feedback
Pleas like, comments & subscribe.
It is very nice to see the paddy field. Especially when the rice is ripe it tastes better. I like the scenes in your picture more because I rarely see such scenes, especially after a long time, so I like the photos much better.