ধীরে সুস্থে সমস্ত ইবাদত শেষ করে মসজিদ থেকে বেরিয়ে নিজের পাদুকা (স্যান্ডেল) পরিধান করে অন্য মালিকের পড়ে থাকা পাদুকা দুই পায়ে মাড়িয়ে ধূলি-কাদা পরিপূর্ণ করে দিয়ে আয়েশ করে নামাজ পরবর্তী জম্পেশ আড্ডায় মশগুল হলেই নামাজী হওয়া যাবেনা।
নামাজের অর্থ কপাল ঠুকা না, এটা ইবাদত। ইবাদতকারীকে অনেক অনেক ত্যাগ, সচেতনতা অবলম্বন করেই প্রভুর সান্নিধ্যে যেতে হবে! স্থির চরিত্রের অধিকারী হতে হবে। একই ভুল আমার হলেও আমি স্বীকার করতে প্রস্তুত, সংশোধন হয়ে যাবো।
উপকার না করতে পারলেও অন্যের ক্ষতির কারণ হলে নিজেরই ক্ষতি আলিঙ্গন করতে হবে। সব ছোট্ট ছোট্ট জিনিস ছোট্ট নয় - সামাজিক ব্যাধি, ছোট ছোট মিলেই বড় হয়!
মনোযোগ সহকারে পড়ার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ঘরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।
আপনার আর্টিকেলটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। please subscribe me.....