চোখ দেখে সবসময় মানুষ চেনা যায় না। অনেক ভয়ংকর প্রকৃতির মানুষও কখনো কখনো "ভাজা মাছ উল্টে খেতে পারে না" টাইপ চোখের অধিকারী হতে পারে।
তিন শ্রেণীর মানুষ কখনো প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না- (১) অলস, (২)বোকা এবং (৩) ধীর।
অল রাউন্ডার বলে কিছু হয় না। আপনি কখনোই একসাথে একশটা কাজ ভালোমতো করতে পারবেন না। কিন্তু যেই একটা কাজ পারেন, সেটা এমনভাবে রপ্ত করতে হবে যেন সেই নির্দিষ্ট কাজটি আপনার চেয়ে ভালো করে কেউ করতে না পারে।
নিষ্পাপ চেহারা দেখে কাউকে বিশ্বাস করতে নেই।
মানবজাতির সবচেয়ে বড় রোগ হলো ঘৃণা এবং হিংসা।
কারো বিশ্বাস অর্জনের সব চাইতে সহজ উপায় হলো তাঁকে সম্মান করা।
কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক না, সে যত ভালো মানুষই হোক না কেন। অন্ধকারে নিজের ছায়াও সাথে থাকে না।
একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তাঁর আত্মবিশ্বাস।
যাঁরা আপনার স্বপ্নকে ছোট করে, আপনাকে হেয় করে- এ ধরনের প্রাণীদের থেকে সদাসর্বদা এক হাজার হাত দূরত্ব রেখে চলতে হয়। এরা সাধারণত নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান হয়। প্রকৃত বড় মনের মানুষের কখনো এরকম নিচু কাজ করতে পারে না।
জগতের সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাসঘাতকতা। আর সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্যধারণ করা।
6
20
Good Writte!