যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।

0 4
Avatar for hossenafzal07
4 years ago

[bad iframe src]

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০ হাজার ১২৩ জন রোগী শনাক্ত হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তাতে দক্ষিণ এশিয়ার এই দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে।

গত এক দিনে ১২৯০ জনের মৃত্যু হয়েছে সেখানে। মহামারী শুরু হওয়ার পর ভারতে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা এটি। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ পর্যন্ত ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সুস্থ হওয়া রোগীর হার বেড়ে ৭৮ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে।

[bad iframe src]

এখন দেশটিতে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জনে।

৬৬ লাখ ৫ হাজার ৭৩৩ জন কোভিড-১৯ রোগী নিয়ে বিশ্বে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে আছে ভারত আর ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন রোগী নিয়ে ব্রাজিল তৃতীয় স্থানে আছে।

১ লাখ ৯৫ হাজার ৯১৫টি মৃত্যু নিয়ে এ তালিকায়ও যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে। ১ লাখ ৩৩ হাজার ১১৯টি মৃত্যু নিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানে আর ভারত তৃতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৩৩৩ জন।

একই সময় বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯ লাখ ৩৪ হাজার ৯৮৬।

3
$ 0.00
Avatar for hossenafzal07
4 years ago

Comments