0
11
যখন দেশে ফলন করা পেঁয়াজ বাজারে উঠতে যাবে তখনই ইন্ডিয়া থেকে সস্তায় পেঁয়াজ এনে নিজেদের কৃষকের পেটে লাথি মারে এই দেশীয় আমদানিকারকরাই। আবার ইন্ডিয়া যখন রপ্তানি বন্ধ করে সাথে সাথে সাপ্লাই ম্যানুপুলেশন করে ঘন্টার ব্যবধানে দাম কেজিতে ৪০-৫০-৬০ টাকা বাড়িয়ে কোটি কোটি টাকা দাও মারছে এদেশের লোকজনই।
.
এই পুরা ব্যপারে ভারতের কোন স্বার্থই খুঁজে পেলাম না! তাদের নিজেদের ঘাটতি তাই রপ্তানি বন্ধ- সিম্পল ব্যাপার!
.
পেঁয়াজ নিয়ে পুরো কারসাজিটা করতেসে, দাম বাড়িয়ে আম জনতার টাকা লুটতেসে খাঁটি দেশীও আড়তদার, পাইকার চুতিয়ারা- খবরের রিপোর্টে সেটা হাতে নাতে দেখানোর পরও ভোদাই পাব্লিক গালাগালি করতেসে ইন্ডিয়ারে!
.
ব্যক্তিস্বার্থের জন্য দুনিয়ায় আর কোন জাত নিজের পাছাটা নিজেরা এভাবে মারে কিনা জানা নাই!😡😡