উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত

18 322
Avatar for himu
Written by
4 years ago

উঠে দাঁড়াতে একটা হাত লাগে

আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত

সৈকত প্রকৃতি

জীবনে চলার পথে অনেক সময় আমি, আমরা মাঝে মাঝে অসহায় হয়ে পড়ি, হতাশায় ডুবে যায়।

মনে হয় পুরো পৃথিবীটা আমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। প্রিয়জন গুলো ও হাত গুটিয়ে রাখে। চিৎকার করে বলে তোকে দিয়ে কিছুই হবে না, তুই পারবি না।

তখন আমরা ও ভাবতে শুরু করি, বোধদয় আমাকে দিয়ে কিছু হবে না, আমি বোধদয় পারবো না। তখন আমরাই চূড়ান্ত হতাশায় তলিয়ে যায়।

সেই কঠিন সময়ে অনুপ্রেরণা দেওয়ার মতো খুব কম মানুষ পাওয়া যায়।

শুধু প্রয়োজন এটা স্বপ্ন দেখানোর মানুষ, ভরশার হাত প্রয়োজন মাথার উপর।

অনেকে সেই হতাশায় ও নানা রকম বঞ্চনায় আত্মহত্যার মতো আত্মঘাতী ও সিদ্ধান্ত ও নিয়ে ফেলেন। ঘটে যায় দুর্ঘটনা।

থেমে যায় জীবন প্রদীপ।

একটা পরিবারের আশা ভরশা সব মুহূর্তেই শেষ হয়ে যায়। কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। তখন আর কিছু করার থাকে না।

দুর্ঘটনা ঘটার আগে সঠিক পদক্ষেপ নিতে পারাটাই বিচক্ষণতার পরিচয়।

তাই জীবনে প্রয়োজন কঠিন সময়ে সাহস যোগানোর কিছু ভালো বন্ধু।

জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত থাকবেই।এগিয়ে যাওয়ার নামই জীবন।

টিকে থাকাই চরম সার্থকতা।

হেরে যাওয়া নয়। জীবনে জিততে হলে টিকে থাকা, বেঁচে থাকা আর ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সেই কঠিন সময়ে পান্তা ভাত খেয়ে ও ভালো থাকতে হবে এই কারণে যে

আপনি একদিন রাজ প্রাসাদে বসে নানান রকম সুগন্ধী যুক্ত রাজকীয় খাবার খাবেন।

তার জন্য প্রয়োজন ধৈর্য, একাগ্রতা, সাধনা, পরিশ্রম সর্বোপরি সততা ও চারিত্রিক দৃঢ়তা।

কিন্তু তার জন্য আপনাকে অনেক কঠিন সময় পার করতে হবে।

চোখের জল ফেলতে হবে।

শ্রদ্ধেয় শিল্পী মান্না দে'র একটি গান আছে -

ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি

ভালোবাসবে বলে,

পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে ।।

কটা রাত কাটিয়েছো জেগে

স্বপ্নের মিথ্যে আবেগে,

কি এমন দুঃখকে সয়েছো

যে তুমি এত সহজেই হাসবে,

পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে

ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে...

জীবনে টিকে থাকা আর এগিয়ে যাওয়া ও এক প্রকার ভালোবাসার মতো।

জীবনে টিকে থাকতে হলে -

রক্ত ঝরাতে হবে, নির্ঘুম রাত কাটাতে

হবে, দুঃখ সইতে হবে, লড়াই করতে হবে। আর সাফল্য না আশা পর্যন্ত হাল না ছেড়ে নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যেতে হবে।

সাফল্যের জন্য বিদ্যুৎ গতিতে ছুঁটতে হবে অবিরাম। একসময় না এক সময় সাফল্য আপনার হাতে ধরা দেবেই।

সাফল্য আর স্বার্থকতা দুটো ভিন্ন জিনিস বলে আমার মনে হয়। ব্যক্তি বিশেষের উপর এই দুটো ভিন্ন ভিন্ন অর্থ বহন করে।

সাফল্য কারো কাছে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করা।

সাফল্য কারো কাছে একটা সরকারি চাকরি।

সাফল্য কারো কাছে একটা অনৈতিক কাজ সম্পাদন করে তৃপ্তির হাসি হাসা।

মূলত আসলেই সাফল্য কি?

সাফল্য কি শুধু ব্যক্তি কেন্দ্রীক হওয়া উচিত?

মানে আপনি বা আপনার জীবনে সফল হলে কি সফল?

আর রইলো বাকি সার্থকতা।

এমন খুব কম মানুষই আছেন জীবনে সার্থকতা খুঁজতে চেষ্টা করেন বা খুঁজেন।

একটি দেশে জীবনে সার্থকতা খোঁজার লোকের সংখ্যা কম হওয়ার মানে দেশটি স্বার্থপরতার দিকে যাচ্ছে মানে অধিকাংশ জনগণই স্বার্থপর।

ব্যক্তির একার সুখ কখনো সুখ হতে পারে না। পরিবার, সমাজ, রাষ্ট্রের সকলের মিলিত জনগণের সুখই প্রকৃত সুখ।

আর জীবনে সার্থকতা খোঁজার মানুষেরাই একটি দেশে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরিয়ে আনতে পারে বা আনবে।

উঠে দাঁড়াতো একটা হাত লাগে।

আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

হ্যাঁ জীবনে উঠে দাঁড়াতে সহায়তার প্রয়োজন, সেটা যতবড়ই মেধাবী, জ্ঞানী ও বিত্তবান লোকই হোন না কেন তার সাহায্যের প্রয়োজন হয়, হবেই। সাহায্যকারী ব্যক্তি একজন ও হতে পারেন বা ভিন্ন ভিন্ন ব্যক্তিও হতে পারেন।

এটা জীবনে টার্নিং পয়েন্ট বা ঘুরে দাঁড়ানোর সময় যিনি বা যারা সাহায্য করেছেন বা করবেন তাদের ইঙ্গিত করা হচ্ছে।

আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

হ্যাঁ জীবনে এগিয়ে যেতে হলে, জয়ী হতে হলে আপনাকে আঘাত পেতেই হবে, আপনাকে হারতে হবেই না হলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না

ইংরেজি একটা প্রবাদ আছে -

Failure is the pillar of success

ব্যর্থতা সাফল্যের স্তম্ভ।

মানে আপনি ব্যর্থতা হলেই সফল হতে পারবেন।

সুতরাং আপনার জীবনে অসময়ে কে আপনার পাশে দাঁড়াবে এমন মানুষ খুঁজুন, বন্ধু নির্বাচন করুন, সৎ সঙ্গে থাকুন।

জীবন আপনার, আর আপনার জীবন অতি মূল্যবান।

যখন কঠিন সময় পেরিয়ে আপনি সফল হবেন তখনই আপনার চারপাশের মানুষ আপনাকে বাহবা দিবে, সাফল্যের বিজয় মুকুট পড়াতে আসবে। গলায় মালা পড়াবে।ঠিক ততদিন পর্যন্ত আপনাকে লড়ে যেতে হবে দৃঢ় চিত্তে সাহস আর মনোবল নিয়ে। তাই ঠিকে থাকুন আর লড়ে যান বিজয়ী হওয়ার প্রত্যয়ে, ইতিবাচক বিজয়ী হওয়ার নেশায় অদম্য ইচ্ছা শক্তি ও কাজের প্রতি ভালোবাসায়।

হ্রদয়ে ধারণ করুন মা মাটি মানুষকে যে চেতনায় খুঁজে পাবেন আপনি নিজেকে, নিজের সত্তাকে...

19
$ 1.41
$ 1.41 from @TheRandomRewarder
Sponsors of himu
empty
empty
empty
Avatar for himu
Written by
4 years ago

Comments

আপনি আমার মনের কথা বলেছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমি অবশ্য ই করব।

$ 0.00
4 years ago

thanks for comment

$ 0.00
4 years ago

সুন্দর পোস্ট,, যে আমাকে সাবস্ক্রাইব করবে আমি তাকে ব‍্যাক দিব

$ 0.00
4 years ago

thanks... Subscribe Done

$ 0.00
4 years ago

Thank you very much... please visit my articles

$ 0.00
4 years ago

Subscribe back me pls

$ 0.00
4 years ago

done

$ 0.00
4 years ago

Asholei thik bolechen...kothin shomoy na ashle jibone ghure darano jay na

$ 0.00
4 years ago

আসলে অনেক সত্য এবং বাস্তব কথা তুলে ধরেছেন। জীবনটা একান্তই নিজের। সফলতার ভাগ সবাই নিতে চায় কিন্তু দুঃখের সময় নিজেকে একাই ভুগতে হয়। তাই জীবনে বড় হতে হলে আঘাত পাওয়াটা সত্যি খুব জরুরি।

$ 0.00
4 years ago

Thank you

$ 0.00
4 years ago

অসাধারণ বলেছেন খুব ভাল লাগলো 💖💖

$ 0.00
4 years ago

thanks

$ 0.00
4 years ago

Welcome

$ 0.00
4 years ago