কবিতাঃ শাড়ি আর চুড়ি

10 24
Avatar for himu
Written by
4 years ago

চুড়ি পড়তে ভালোবাসো?
মাঝে মাঝে শাড়ি পড়ার অভ্যেস আছে তো?
নাকি অবাঙ্গালীদের মতো পোশাক আশাক পছন্দ?

সপ্তাহে একদিন ঘুরতে বের হওয়ার সময় হবে?
নাকি প্রতিটা দিনেই খুবই ব্যস্ত রবে?

আচ্ছা, যদি ফেরার পথে একটা গোলাপ আর সাথে ডজনখানেক কাঁচের চুড়ি নিয়ে আসি!

দেখে খুশি হবে?
নাকি দামী কিছু পাওনি বলে মুখ গোমরা করে রবে?

আমি আবার বেশি সাজগোজ পছন্দ করি না,
সাজগোজ করে আমার সামনে পরি হয়ে আসাটাও আমার অপছন্দ।

বরং দু হাতে ডজনখানেক কাঁচের চুড়ি আর সম্ভব হলে শাড়ি পড়তে পারো।
শাড়ির কুঁচি এদিক ওদিক হলেও আপত্তি নেই,
সে আমি নিজ হাতে ঠিক করে দিতে পারবো ক্ষণ।

বুঝলে তো আমার মন পাওয়া এত সহজ নয়,
মনের পছন্দ দিয়ে মনকে জয় করতে হয়!

তাই বলছি, পারবে তো ডজনখানেক কাঁচের চুড়ি পড়তে?
শাড়ি নিজের দেহে জড়াতে?

যদি পারো তবে কথা দিলাম,
আমৃত্যু পর্যন্ত এ মনটা তোমার,
সম্ভব হলে মৃত্যুর পরেও!

10
$ 0.00
Sponsors of himu
empty
empty
empty
Avatar for himu
Written by
4 years ago

Comments

Khub sundor hoyece lekha gulo ashole sarre curi porte amra sob meyerai valobasi amio khub valobasi sarre r curi pore ghurte

$ 0.00
4 years ago

thanks for watching

$ 0.00
4 years ago

আপনার লেখা গুলো অসাধারণ ছিলো। আশা করি এই রকল লেখা আরো লিখবেন।

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago

অসাধারণ লেখা আপনার। পড়ে খুব ভালো লাগলো.. বিশেষ করে এই লাইনগুলো,, যদি ফেরার পথে একটা গোলাপ আর সাথে ডজনখানেক কাঁচের চুড়ি নিয়ে আসি! দেখে খুশি হবে? নাকি দামী কিছু পাওনি বলে মুখ গোমরা করে রবে? ধন্যবাদ শেয়ার করার জন্য

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাই । আপনাদের কমেন্ট গুলো পড়তে লেখার আগ্রহটা দ্বি-গুন হয়ে যায়।

$ 0.00
4 years ago

Awesome writing dear well done beautifully described

$ 0.00
4 years ago

thanks sister

$ 0.00
4 years ago