একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে

5 19
Avatar for himu
Written by
4 years ago


একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দুষ্টি দূর করতে সাহায্য করে।

.

জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।

.

জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

5
$ 0.00
Sponsors of himu
empty
empty
empty

Comments

সবকিছুরি ভালোদিক ও ক্ষতিকারক দিক রয়েছে। আমাদের উচিত ভালোদিক গুলো বেছে নিয়ে ক্ষতিকারক দিক গুলো থেকে দূরে থাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

$ 0.00
4 years ago

thank you sister

$ 0.00
4 years ago

Omg

$ 0.00
4 years ago

জোক আমাদের শরীরের জন্য যেমন অপকারী ঠিক তেমনি উপকারী।

$ 0.00
4 years ago

yes

$ 0.00
4 years ago