বাস্তবতার চিত্র
মারাত্মক ক্ষুধার্ত থাকলে একটা বেস্বাদ খাবার ও দেখবেন খেতে ভাল্লাগতেসে।এর কারণ আপনি প্রচন্ড ক্ষুধার্ত।
আপনার খাবারের স্বাদ এনালাইসিস করার সময় টা হাতে নাই।ব্রেইন আপনাকে সিগনাল দিতেসে যেভাবেই হোক আপনাকে খেতে হবে।
আবার যখন ক্ষুধা থাকবে না আপনার প্রিয় খাবার টাও আপনি জোর করেও খেতে পারবেন না। অনেক মজার রেসিপি ও আপনার কাছে আহামরি কিছু মনে হবে না।
ব্যপার টা এমন আপনার কাছে যখন প্রয়োজন কম এবং অপশন অনেক বেশি আপনি বেছে নেয়ার অপশন পাচ্ছেন এবং ইচ্ছা অনুযায়ী তা ব্যবহার করতে পারছেন।
কিন্তু যখন আপনার কাছে অপশন নাই, সময় ও সীমিত তখন আপনার জাজমেন্ট করার অপশন নাই। আপনাকে আপনার সীমাবদ্ধতা অনুযায়ী কাজ করতে হবে।
আপনার ইফোর্ট ও তখন অন্য সময়ের চেয়ে কয়েক গুণ বেশি হবে। আপনার ভেতরে প্রেশার থাকবে। মাথায় কাজ করবে আপনি কিভাবে কাজ টা শেষ করবেন।
তাই যেকোনো কিছু চেষ্টা করার আগে বুঝতে হবে আপনার কতো টুকু প্রয়োজন।যদি আপনার কাজ টা করতেই হয় তবে অবশ্যই আপনাকে ইফোর্ট ও সেভাবেই দিতে হবে।
আর যদি নিজেই নিজের সাথে ঢিলেঢালা ভাবে সমঝোতা করে নেন, কাঙ্ক্ষিত সাফল্য অর্জন অনেক কঠিন হবে।
Best writing