সম্পর্ক

0 15
  • হাত থেকে হঠাৎ ফসকে গেল আমার কফির মগটা। মেঝেতে পড়ে ভেঙে চৌচির। সেদিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল প্রথম প্রেমটাও এভাবে ভেঙে গিয়েছিল।

  • হঠাৎ। ভাঙনের শব্দটা শুধু হৃদয়ে ছিল। তারপর আবারও প্রেম এসেছিল। তবে সেটা টেকেনি বেশিদিন।

  • ভাঙা মগের টুকরাগুলোর দিকে তাকিয়ে চিন্তা করছি মনে হয় প্রেম কি আর বারবার আসে! পরিণতি না হোক, প্রথম ভালোবাসার স্পর্শ কি আর ভোলা যায়!

    হয়ত যায় না!

    তবে একজন মানুষের জীবনে তিনবার খাঁটি প্রেম আসে। বাকিগুলো খুচরা হিসাব।

    মানুষের জীবনে প্রেম হয়। আবার কেউ দুঃখ দিয়ে, কেউ দুঃখ নিয়ে চলে যায়। কেউ পাশে এসে দাঁড়াতে চায়, কাউকে হয়ত আমরাই পাশে এসে দাঁড়াতে চাইলেও দূরে ঠেলে দেই।

  • এতসব কাহিনির মধ্যে প্রেম আসলে তিনবারই খাঁটি হয়। বাকিগুলোর হিসাব না ধরলেও হবে।

    রূপকথার মতো প্রেমঃ-

    প্রায় সবার জীবনেই প্রথম প্রেম হয় অতি কম বয়সে। যখন পৃথিবীর সব কিছুই রঙিন তখন জীবনের প্রথম প্রেমকেও মনে হয় রূপকথার মতো। ছোটবেলায় কাল্পনিক কাহিনির উপর যেমন বিশ্বাস চলে আসে, কম বয়সের প্রেমেও থাকে সেরকম বিশ্বাস।

  • এই বয়সের প্রেমে সঙ্গীর দিকেই নজর থাকে। ছোটখাটো অন্যান্য সমস্যাগুলো ধরাই দিতে চায় না। সম্পর্কের দোহাই দিয়ে মনে করতে থাকি এটাইতো জীবন। বাস্তবতা থাকে অনেক দূরে। বাইরে থেকে যতটা অনুভূত হয়, ভেতর থেকে সঙ্গীর প্রতি আকর্ষণ-ভালোবাসাটা আরও গভীর মনে হয়।

  • সত্যি বলতে এই কম বয়সের ভালোবাসা আমাদের আশপাশের জগতেই মতোই জীবনসঙ্গীকে গুরুত্বপূর্ণ ভাবতে শেখায়।।

-1
$ 0.00
Sponsors of heemu.v.2020
empty
empty
empty

Comments