0
8
চট্টগ্রামে রেড জোনে লকডাউন নামে তামশা চলছে।
কাট্টলী এলাকার মানুষকে প্রষাশন করেছে ঘর বন্ধী। কিন্তু পোশাক কারখানা খোলা তাই বেরিগেড ভেঙে মানুষের যাতায়াত। তিনমাস মানুষ অনেক কষ্ট করেছে।
এখন আবার ২১ দিনে লকডাউন দিয়ে কাউকে ঘর বন্দী করবেন আর কেউ পোশাক কারখানায় যাতায়াত করবে এ কেমন লকডাউন..? এই ভাবে কি করোনা প্রতিরোধ হবে..?
সুষ্ঠ পরিকল্পিত কঠর লকডাউন চায় নগরবাসী।
আর না হয় সব খুলেদিন, লকডাউনের নামে নির্যাতন করবেন না সবাইকে।