1
13
ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর স্হাপির। যথা কালিমাহ্, নাময, রোযা, হজ্ব, ওযাকাত।কালিমাহ্ না জানিলে ওআন্তরিকভাবে স্বীকার না করিলে কেহই মুসলমান বা ঈমানদার হইতে পারে না। নিম্নলিখিত কালিমাগুলি হইতে কালিমাহ্ ত্বায়্যিবাহ্ও শাহাদাতকে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরয।
মাসা আল্লাহ। খুব সুন্দর পোষ্ট। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সকল বিষয়ের ওপর অন্তের বিশ্বাস ও মুখে শিকার করার তৌফিক দান করুক আমিন