1
20
ইতিহাসঃ ১৮৭০ সালে ভারতের পুনায় প্রথম badminton খেলা শুরু হয়েছিল।জৈনেক সৈনিক এই খেলা ভারত থেকে england এ নিয়ে যাওয়ার আগে তেমন জনপ্রিয় ছিলনা। বো ফটের ডিওক badminton খেলায় খুব আগ্রহছিল এবংতার গ্রামের নাম badminton এ নাম থেকেই এই নামের জন্ম। এই খেলা প্রথম আনুষ্ঠিত হয়েছে england এরgluster শয়ারে বো ফোটের ডিওকের নিজ বারিতে ১৯৮৩ সালে International Badminton Federation (I.B.F) England shilten হামে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে এশিয়ান গেমসে Badminton খেলা আন্তরভুক্ত করা হয়।
১ঃ খেলার কোট;
Badmintonখেলায় কোট দুই ধরণের হয় একক ও দুই।
২. একক কোটঃ ধরগ ৪৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট
৩. কোটের দাগঃ সকল দাগের রং হলুদ বা সাদা হবে
Verry good