কি করছে ওরা বাবা ?
-পাহাড়ে ভূত যে কটা আছে তারাও আর থাকবে না রে l এরা পাহাড়টাকেই ভূত বানিয়ে দেবে l
-ক্যাম্পফায়ার করবে, না বাবা ?
-হ্যাঁ l ক্যাম্পফায়ার, উচ্চস্বরে মিউজিক বাজিয়ে পাহাড়ের শান্তিভঙ্গ করে গান, আণ্ডাবাচ্চা সঙ্গে এনে পিকনিক, প্লাস্টিক, মদের বোতল ফেলে যাওয়া, গাড়ির ধোঁয়া…এভাবে পাহাড় বেঁচে থাকবে ?
-সত্যি বাবা l এই ধরো বছর দুয়েক আগেও সান্দাকফু কি ছিলো বলো তো ! লাজবাব !
-লাজবাব এখনো আছে l তবে তাড়াতাড়ি জবাই হয়েও যাবে…তোর ওই আবীরকাকুর মতো লোক…
টুটুল হেসে উঠলো l “হমম…জেলাস? মিস্টার রুদ্র রায়চৌধুরী জেলাস !”
আমি ধমকে উঠলাম “চুপ কর, বকিস না l”
-আচ্ছা তোমার আবীরকাকুকে নিয়ে সমস্যা কোথায় ?ঝামেলা তো সেই কবে মিটিয়ে দিয়েছো…পাঁচ বছর হতে চললো প্রায়!
-বিয়ে করলে বুঝতিস?
-বিয়ে…
টুটুল অন্যমনস্ক হয়ে গেলো l ভিউ পয়েন্ট এসে পড়েছি l আমিও চুপ করে গেলাম l কথাটা বলা উচিৎ হয়নি l কিছু কথা অব্যক্ত থাকাই ভালো l
4
26
Darun...