5
28
খুব সহজ, মজার ঝটপট একটি রান্না ডিম পানি তেলানী (dim pani telani)। রান্নাটি খুলনা অঞ্চলের।
(রেসিপি ক্রেডিটঃ কানিজ ফাতেমা পান্না)
Ingredients
ডিমঃ ৪ টা
পিঁয়াজ কুচিঃ ২ টেঃ চামচ
তেজপাতাঃ ২ টি
মরিচের গুঁড়াঃ ১ চা চামচ
হলুদ গুঁড়াঃ ১/২ চা চামচ
ভাজা জিরার গুঁড়াঃ ১/২ চা চামচ
লবনঃ স্বাদমতো
আদা রসুন বাটাঃ ১ চা চামচ
কাঁচামরিচঃ ৫-৬ টি
তেলঃ ২ টেঃ চামচ
Steps
Step 1
তেল গরম করে গমর মসলা ফোডন দিয়ে পিয়াজ ভেজে একে একে সব মসলা কষিয়ে নিতে হবে
Step 2
এবার ২কাপ পানি দিয়ে রান্না করতে হবে বলক আসলে ডিম ভেঙ্গে দিয়ে দিতে হবে কোন নাড়াচাড়া করা যাবে না।
Step 3
ঢেকে রান্না করতে হবে এক পাশ জমাট বেধে এলে উল্টিয়ে কুছু সময় রেধে নামিয়ে পরিবেশন করতে হবে।
nice ranna😴