আপেল সন্দেশ......

9 25
Avatar for farzana72
4 years ago

কিছু কিছু খাবার আছে যেগুলো শুধু মুখে খাওয়ার জন্যই নয়, বরং দুচোখ দিয়ে দেখার জন্য বা টেবিল ডেকোরশেনের জন্যও বটে। আপেল সন্দেশ তেমনই একটি খাবার।


Ingredients

  • গুড়ো দুধঃ ১ কাপ

  • পাউডার সুগারঃ ১/২ কাপ

  • কনডেন্সড মিল্কঃ ২ টেঃ চামচ

  • ঘিঃ ১ টেঃ চামচ

  • এলাচ গুঁড়াঃ ১ চিমটি

  • ফুড কালারঃ প্রয়োজনমতো (লাল ও হলুদ)

  • লবঙ্গঃ কয়েকটি

Steps

  •  Step 1

    প্রথমে প্যানে গুঁড়া দুধ,পাউডার সুগার, কনডেন্স মিল্ক দিয়ে মাঝারি আচেঁ নাড়তে হবে

  •  Step 2

    তিনটা উপকরণ ভালমত মিশে গেলে এতে প্রয়োজন মত ফুড কালার (হলুদ) মিশাতে হবে

  •  Step 3

    এলাচগুড়াটা
    দিতে হবে

  •  Step 4

    মিশ্রনটা প্যানের গা ছেড়ে আসলে নামিয়ে হালকা ঠান্ডা করে হাতে ঘি মেখে আপেলের শেইপ দিতে হবে

  •  Step 5

    তারপর ব্রাশ দিয়ে লাল ফুড কালারটা আপেলের গায়ে লাগিয়ে উপরে একটা লবঙ্গ বসিয়ে দিলেই রেডি আপেল সন্দেশ।


11
$ 0.00

Comments

Eto kichu khele to mota hoye jabo😁😁😁😁

$ 0.00
4 years ago

Nice article

$ 0.00
4 years ago

Joss

$ 0.00
4 years ago

nice post

$ 0.00
4 years ago