কম্পিউটারে বিভিন্ন ধরনের নথি বা প্রতিবেদন তৈরির কাজে এম এস ওয়ার্ড-কে ব্যবহার করা হয়। এতে গ্রাফিক্স বা লেখচিত্রের সুবিধা থাকায় এর সাহায্যে সুচিত্রিত নথিপত্র বা প্রতিবেদন তৈরি করা সম্ভব। এর আরেকটি বৈশিষ্ট্য হলো, অন্য যে সব অ্যাপ্লিকেশন উইন্ডো আছে, তার সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করে নথি বা প্রতিবেদনের বৈচিত্র বাড়ানো যায়। যেমন, এম এস পেইন্ট থেকে ছবি তৈরি করে এর মধ্যে আনা যায়
12
43
Really awesome brother