আজ সেই দিন ২১ শে ফেব্রুয়ারি

14 31
Avatar for ejaj81
Written by
4 years ago

আজ সেই দিন ২১ শে ফেব্রুয়ারি

- মোঃ খোরশেদ আলম

আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি

যেদিন ভাষার দাবিতে জড় হয়েছিল

শহরের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ ছাত্র জনতা ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতার জোড়াল মিছিল,

ব্যানার, পোষ্টার, প্রতিবাদী চিৎকারে রাষ্ট্র ভাষা বাংলা চাই

ধ্বনির প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল ঢাকার শহর, আজ সেই দিন।

আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি

যেদিন তরুণ, নবীন, প্রবীণ মানেনি বর্বরতার আইন

বন্ধ হয়ে গিয়েছিল আফিস আদালত

সরকারী বেসরকারি সকল ব্যবসায় প্রতিষ্ঠান ,

রাজ পথে নেমে এসেছিল হাজারো সাধারণ জনতা

ভঙ্গ করে পাকিস্তানের ১৪৪ ধারা ।

আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি

যেদিন বাঙালী স্তব্দ হয়ে গিয়েছিল পাকিস্তানের বর্বর ব্যবহারে

ভাষা সৈনিকের রক্তে লাল হয়েছিল রাজ পথ

আমরা হারিয়েছি আমাদের সংগ্রামী ভাই

রফিক শফিক সালাম বরকত জব্বার নাম না জানা কত গুলো তাজা প্রাণ ।

আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি

যেদিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাঁদের ,

যাদের কারণে পেয়েছি আমাদের অর্জিত ভাষা,

মায়ের ভাষা, নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা বাংলা ভাষা ,

আজ সেই দিন, আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি ।

11
$ 0.00
Avatar for ejaj81
Written by
4 years ago

Comments

Sundor

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago

Nice article support me

$ 0.00
4 years ago

sundor

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago

good writer

$ 0.00
4 years ago

Fine

$ 0.00
4 years ago

ভাইয়া আপনি অনেক সুন্দর আর্টিকেল লিখতে পারেন আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে

$ 0.00
4 years ago

Excellent

$ 0.00
4 years ago