খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘণ্টায় তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, যশোরের তাইজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) করোনা আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট এই হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে তার মৃত্যু হয়। খুলনা মহানগরীর বয়রার তকদির আহাম্মেদের ছেলে হাবিবুর রহমান (৫৫) করোনা আক্রান্ত হয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
এছাড়াও যশোরের শার্শা উপজেলার মৃত আব্দুল মাজেদের ছেলে আতিয়ার রহমান (৮০) করোনা আক্রান্ত হয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনাভাইরাসে খুলনায় মোট ৭৮ জনের মৃত্যু হলো।
so sad