The Sword Of Allah

9 26
Avatar for ayyashkhan27
4 years ago

"এই সৈন্যবাহিনী কমান্ডারের বৈশিষ্ট্য কি তিনি লম্বা,সুঠাম দেহ,প্রশস্ত বক্ষ ও লম্বা দাড়ির অধিকারী?তার মুখে কি কিছু দাগ (বসন্তের দাগ সদৃশ) বিদ্যমান।তাহলে সাবধান!এই সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে।"

-- খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে বাইজেন্টাইন যাজক (৬৩৩)

"আমি খালিদ সম্পর্কে অন্যদের থেকে বেশি জানি।যুদ্ধে তার সমকক্ষ কেউ নেই।কোন মানুষই যুদ্ধে খালিদের সাথে মোকাবেলা করা সম্ভব নয়।আমার উপদেশ গ্রহন কর ,খালিদের সাথে সন্ধি কর।"

-- প্রিন্স উকাইদ (দোমাত উল জান্দাল-৬৩৩)

খালিদ ইবনুল ওয়ালীদ (রা)...

মোহাম্মদ (সাঃ) জীবদ্দশায় মুসলিম বাহিনী একবারই সাময়িক পরাজয়ের সম্মুখীন হয়েছিল।ঐ যুদ্ধে (ওহুদ) মুসলিম বাহিনীর প্রতিপক্ষ ছিল খালিদ ইবনুল ওয়ালীদ। ১০০ টির বেশী যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন।কিন্তু একটিতেও পরাজিত হননি।তার নেতৃত্বে মুসলিমদের করায়ত্ত হয়েছে তৎকালীন দুই পরাশক্তি রোমান ও পারস্য সম্রাজ্য।

ইয়ারমুক যুদ্ধে মাত্র বিশ থেকে চল্লিশ হাজার সৈন্য আর সামান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে জয়ী হয়েছেন প্রায় দুই থেকে চার লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে।

মুতার যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যর প্রায় লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে এই মুসলিম সেনাপতি জয়ী হয়েছেন মাত্র তিন হাজার সৈন্যে আর সামান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে।

ইতিহাসবিদদের দৃষ্টিতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক।১০০ এর উপরে যুদ্ধে অংশ নিয়েও কোন একটি যুদ্ধেও পরাজিত না হওয়া সত্যিই এক বিস্ময়কর ব্যাপার।

#KnowYourHeroes #KhalidbinWalidRA

9
$ 0.00

Comments

We must respect him.

$ 0.00
4 years ago