প্রেম প্রতিটি মানুষের জীবনেই একবার হলেও আসে,যা ঐ মানুষটা হয় জীবনকে সুন্দর করে দেয়। আর না হলে কষ্টময় হয়ে উঠে।
প্রতিটি মানুষের কাছে প্রেম খুব দামী। এই প্রেম, ভালোবাসা পৃথিবী সৃষ্টি থেকে শুরু হয়েছে।পৃথিবীতে যদি এতো প্রেম/ভালোবাসা না থাকতো, তা হলে আজ আমরা মানব জাতি হয়ে বেঁচে থাকতাম না।
শুধু মাত্র ভালোবাসাই পারে একজন খারাপ মানুষকে ভালো করতে।আপনি নিজে দেখুন,কাউকে ভালোবেসে ডাকলে সেও আপনার সাথে ভালোবেসে সুন্দর ভাবে কথা বলে।কিন্তু আবার ঐ ব্যক্তির সাথেই যদি আপনি একটু খারাপ ভাবে কথা বলেন তাহলে দেখবেন সে ও আপনার সাথে খারাপ ভাবে কথা বলছে।এটাই বাস্তব।প্রতিটা মানুষ ই খারাপ হওয়ার পিছনে কোন না কোন থাকে,হয়তো কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। নিজের কষ্টটা নিজের মধ্যেই সীমাবদ্ধ করে দেয়।
আর এখন সত্যিকারে প্রেম যে কি সেটাই বোঝা যায় না।জন্মের পর থেকে দেখেছি প্রেম/ভালোবাসা একজনের প্রতিই হয়,আর এই ভালোবাসা/প্রেমের জন্য মানুষ কত কষ্টই না করে।আর এখন দেখি প্রেম/ভালোবাসা অনেক মানুষের প্রতিই হয়,কিন্তু না এটা কোন ভালোবাসা। এটা আমাদের আবেগ,আর আবেগ দিয়ে কোন প্রেম/ভালোবাসা হয় না।
এটা মন থেকে আসে,ভালোবাসা এটা এক অনুভূতি।যাকে আপনি দেখতে পান না,কথা বলতে পরেন না,কখনো স্পর্শ ও করেন নি,সব কিছুতে শুধু তাকেই দেখেন এর নামই হলো প্রেম/ভালোবাসা।
ভালোবাসা /প্রেম নিরস্বার্থ হতে হয়।তবেই আপনি সফল হবেন।
এখনো অন্যকে দেখে ভালোবাসবেন না,আপনার মন যাকে ভালোবাসবে,তাকে সন্মানের সাথে ভালোবাসবেন।
♥♥ভালোবাসা চিরজীবী হোক♥♥
Bah ki valo laglo apner post ,,, প্রথম প্রোপোজ আমি করি কারন তোমার সাহস ছিল না বলার অপেক্ষা রাখে না কারন আমরা সম্পর্কে প্রবেশ করবো এটা আমাদের মাঝে আমি গোপন রাখব বলুন