Weather

0 11
Avatar for asif16
Written by
3 years ago

♦︎ বেসরকারী গবেষণাকেন্দ্র থেকে প্রকাশিত তথ্য(BWOT)।

-------------------------------

🅐 আজ সকাল ৯:১০ মিনিটের স্যাটেলাইট চিত্রে

সাদা স্থানসমূহে হাল্কা মেঘের অবস্থান বুঝতে হবে।

আর কালো স্থানে মেঘ নেই।

লাল-কমলা-হলুদ-সবুজ-নীল এইভাবে

রঙের ক্রম অনুসারে ঘন মেঘের উপস্থিতি ও বৃষ্টির

সম্ভাবনা আছে বা চলছে মনে করতে হবে।

গত ২৪ ঘন্টায় বিরতিসহ আকস্মিক ধরণের বৃষ্টিপাত

হয়েছে দেশের বিভিন্ন এলাকায়।

মাঝরাতের পর থেকে উপকূলবর্তী অঞ্চলে বর্ষার মূল

বৃষ্টিপাত শুরু হয়।

🅑 গতকাল মাঝরাত পর্যন্ত আকস্মিক ধরনের

বৃষ্টিপাত চলতে থাকে দেশের

বিভিন্ন এলাকায়।

অনেকস্থান বৃষ্টিবিহীন থেকে যায় এবং ভ্যাপসা গরম

অব্যাহত রয়েছে।

গতকাল দেশের মধ্যে সামগ্রিক বৃষ্টিপাতের পরিমান

বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।

জুন মাসের ২১-২২ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে

দেশে বৃষ্টিপাতের প্রবণতা বহুলাংশে

বৃদ্ধি পাবে।

খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী

অঞ্চল সমূহের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

বহনকারী মেঘ অবস্থান করছে এবং বৃষ্টিপাত

চালু রয়েছে।

এছাড়া রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের

কিছু অংশে বৃষ্টিবাহী ঘন মেঘ অবস্থান করছে।

পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্রগ্রাম,

ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের

মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃদ্ধি পাচ্ছে(দক্ষিণে চালু রয়েছে)।

যদিও কিছু কিছু স্থান থাকবে যেখানে হাল্কা থেকে

মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবণতা

দেখা যাবে।

সবচেয়ে দেরিতে প্রভাব থাকতে পারে রংপুর বিভাগে।

বিরতি চলতে থাকা স্থানসমূহে আগামী দুই দিনের

মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

🅒 আজ থেকে দেশের বেশিরভাগ স্থানে আদৌ কোন

রোদ পাওয়া যাবে না।

ধান শুকানোর কাজ খুবই ঝুঁকিপূর্ণ। আগামী কয়েক

দিনের মধ্যে দেশে হঠাৎ বৃষ্টির প্রবণতা কমতে থাকবে

এবং থেমে থেমে বিভিন্ন শ্রেণীর বর্ষার বৃষ্টিপাত

শুরু হতে পারে।

🅓 দেশের মধ্যে বহু স্থানে ভ্যাপসা গরম একই রকম

থাকবে তবে অতি বৃষ্টি হয়ে যাওয়া স্থানসমূহে গরম

কমের দিকে থাকবে।

চলতি মেঘের সাধারণ গতিপথ দক্ষিণ থেকে

উত্তর দিকে, এছাড়া বহুমূখী গতিপথ রয়েছে।

🅔

নিজ নিজ এলাকার চলতি আবহাওয়া পরিস্থিতি

সম্পর্কে কমেন্টে উল্লেখ করুন।

সেক্ষেত্রে কমেন্ট পড়ে সামগ্রীক বাস্তব আবহাওয়া

পরিস্থিতি অনেকেই বুঝতে পারবেন এবং

অনেকের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

--------------------------------

✦ ০৩ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ, বর্ষাকাল।

✶ ২৪ শাওয়াল, ১৪৪১ হিজরী।

--------------------------------

* ঢাকার সময় অনুযায়ী:—

* আগামীকাল সূর্যোদয়: ৫:১১ মিনিটে।

* আগামীকাল সূর্যাস্ত: ৬:৪৭ মিনিটে।

* আগামীকাল দিনের দৈর্ঘ্য:—

(১৩ ঘন্টা ৩৫ মিনিট ৫২ সেকেন্ড)

--------------------------------

ধন্যবাদ সকলকে,

জেলা নড়াইল থেকে।

--------------------------------

1
$ 0.00
Avatar for asif16
Written by
3 years ago

Comments