0
13
মিথ্যা হয়। অর্থাৎ ছাত্ররা মনােযােগ দিয়ে
পড়বে এবং ভালােভাবে পাস করবে
অথবা তায়া
মনােযােগ দিয়ে পড়বেও না এবং পাসও করবে না। কিন্তু বচনটির উপাদান বচন
দুটির মান
যদি সমান না হয় অর্থাৎ, এর উপাদান
বচনদ্বয়ের যে কোনাে একটি সত্য এবং
একটি মিথ্যা।
হয়, তাহলে আলােচ্য সমমান বচনটি
মিথ্যা হবে। অর্থাৎ ছাত্ররা মনােযােগ
দিয়ে পড়াশােনা।
Equivalent Statement
বন বা বচনাকারের মধ্যে যৌক্তিক
সমমানতা থাকর ফলে কোনাে যুক্তির
প্রমা
করবে কিন্তু পাস করবে না, অথবা
ছাত্ররা মনােযােগ দিয়ে পড়াশােনা করবে
না, অথচ তারা।
পাস করবে, এমন হতে পারে না।
কাজেই দেখা যাচ্ছে বস্তুগত সমমানতার
ক্ষেত্রে সমমান।
বচনটি সব অবস্থায় সত্য হয় না।
আলােচ্য সমমান বচনটিকে
প্রতীকায়নের মাধ্যম,।
সতাসারণী প্রয়ােগ করে বস্তুগত
বিষয়টি আরাে সুস্পষ্ট করা যেতে পারে।
যেমন-