0
3
যৌক্তি খােজকের আলােচনায় পূর্বে আলােচিত চারটি যৌগিক বচনের সাথে সরল বচন
হিসেবে নক বাচনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ হিসেবে আমরা যে পাঁচটি যাজক পাই
) এবং',ও, "আর', "কিন্তু', ইত্যাদি জাতীয় শব্দ হচ্ছে সংযৌগিক যােজক।
(i) ইয়-নয়", হয়-না হয়', 'বা', 'অথবা', 'কিংবাে', ইত্যাদি জাতীয় শব্দ বা শব্দসমষ্টি হচ্ছে
বৈকল্িক যােজক।
(i) যদি-তাহলে, 'যদি-তবে, 'যখন-তখন ইত্যাদি জাতীয় শব্দ্বয় হচ্ছে প্রাকল্পিক
(IV) যদি এবং কেবল যদি জাতীয় শব্দসমষ্টি হচ্ছে সমমানিক যােজক।
(v) না', 'নয়', "নি", ইত্যাদি জাতীয় শব্দ হচ্ছে নিষেধক যােজক।
উর্লেখয যে, যৌক্তিক যােজকের সংযুক্তির কারণেই একই উপাদান বচন সংবলিত দুটি
যৌগিক বচন পৃথক অর্থ ও পৃথক আকার ধারণ করে থাকে। যেমন-, (i) 'লােকটি হয় সৎ',
() 'লােকটি হয় বুদ্ধিমান', এ দুটি সরল বচনকে 'এবং ও 'বা' যােজক ঘবারা যুক্ত করলে