টুনা ব্রাউন স্যান্ডউইচ

9 15
Avatar for aseya-islam
4 years ago

উপকরণঃ

★ ব্রাউন ব্রেড ৪ স্লাইস।

★ টুনা ফিশ ৪ টেবিল-চামচ।

★ মেয়নেজ ২ টেবিল-চামচ।

★ বাধাকপি কুচি ৪ টেবিল-চামচ।

★ গোলমরিচ গুঁড়া ২ চিমটি।

★ টমেটো সস ৪ টেবিল-চামচ।

★ চিজ ২ স্লাইস।

★ ক্যাপ্সিকাম কুচি ২ টেবিল-চামচ।

প্রনালিঃ

প্রথমে ব্রাউন ব্রেডে গুলো নিতে হবে। তারপর একটি করে স্লাইস নিতে হবে তারপর এর উপরে বাধাকপি ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে মেয়োনেইজ দিতপ হবে।

তারপর এই মধ্যে সস দিয়ে তাতে টুনাফিশ গুলো আর ক্যাপ্সিকাপ গুলো ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপরে দিতে হবে চিজ।

চিজ দেওয়ার পর এটিকে ওভেনে গরম করতে হবে ১ মিনিট সময় নিয়ে গরম করতে হবে।

তাহলেই তৈরি হয়ে গেলো টুনা ব্রাউন সেন্ডউইচ।

6
$ 0.00
Sponsors of aseya-islam
empty
empty
empty
Avatar for aseya-islam
4 years ago

Comments

আমি আপনার রেসিপির একজন দারুন ভক্ত+নিয়মিত পাঠক। আমি রান্না বান্না শিখছি বা করছি…ধরতে গেলে কিছুই পারিনা+রান্নার কোন জিনিসের কেমন পরিমান লাগে তাও জানি না…কখনো ঝাল বেশি কখনো লবন বেশি,কখনো পানি বেশি।রেসিপি দেখে দেখে রান্না করি।ধন্যবাদ

$ 0.00
4 years ago

Ji ami jani atnq apu amake ato ta suport korar jonno

$ 0.00
4 years ago

Onk mja

$ 0.00
4 years ago

Tnq

$ 0.00
4 years ago

Onak moja akta kharap apu ata ami basai chasta korbo obosdoi

$ 0.00
4 years ago

Tnq

$ 0.00
4 years ago

Wlc

$ 0.00
4 years ago

মজাদার খাবার।

$ 0.00
4 years ago

স্যান্ডউইচ অনেক বার খেয়েছি। কিন্তু টুনা ব্রাউন স্যান্ডউইচ কখনো খাইনি। আপনার রেসিপি টা অনেক ভালো লাগলো।

$ 0.00
4 years ago