উপকরণঃ
★ ব্রাউন ব্রেড ৪ স্লাইস।
★ টুনা ফিশ ৪ টেবিল-চামচ।
★ মেয়নেজ ২ টেবিল-চামচ।
★ বাধাকপি কুচি ৪ টেবিল-চামচ।
★ গোলমরিচ গুঁড়া ২ চিমটি।
★ টমেটো সস ৪ টেবিল-চামচ।
★ চিজ ২ স্লাইস।
★ ক্যাপ্সিকাম কুচি ২ টেবিল-চামচ।
প্রনালিঃ
প্রথমে ব্রাউন ব্রেডে গুলো নিতে হবে। তারপর একটি করে স্লাইস নিতে হবে তারপর এর উপরে বাধাকপি ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে মেয়োনেইজ দিতপ হবে।
তারপর এই মধ্যে সস দিয়ে তাতে টুনাফিশ গুলো আর ক্যাপ্সিকাপ গুলো ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপরে দিতে হবে চিজ।
চিজ দেওয়ার পর এটিকে ওভেনে গরম করতে হবে ১ মিনিট সময় নিয়ে গরম করতে হবে।
তাহলেই তৈরি হয়ে গেলো টুনা ব্রাউন সেন্ডউইচ।
আমি আপনার রেসিপির একজন দারুন ভক্ত+নিয়মিত পাঠক। আমি রান্না বান্না শিখছি বা করছি…ধরতে গেলে কিছুই পারিনা+রান্নার কোন জিনিসের কেমন পরিমান লাগে তাও জানি না…কখনো ঝাল বেশি কখনো লবন বেশি,কখনো পানি বেশি।রেসিপি দেখে দেখে রান্না করি।ধন্যবাদ