ক্রিসপি পটেটো টোস্ট

8 8
Avatar for aseya-islam
3 years ago

উপকরণঃ

★ সেদ্ধ বড় আলু ৪ টি।

★ মরিচ কুচি ২ টি

★ মরিচ গুঁড়ো ২ চা চামচ।

★ গরম মসলা গুঁড়ো ১ চা চামচ।

★ লেবুর রস ৪ চা চামচ।

★ ধনে পাতা কুচি ১/২ কাপ।

★ পাউরুটি ১০-১২ পিস।

★ টমেটো কেচাপ পরিমান মতো।

★ তিল ১ চা চামচ।

★বাটার ভাজার জন্য পরিমাণ মতো।

★ লবণ স্বাদমতো।

প্রনালিঃ

প্রথমে একটি পাএে ৪ টি আলু ধুয়ে তা সেদ্ধ করতে হবে। তারপর সেই আলুকে পিষে নিতে হবে।

তারপর সেই আলুর সাথে সকল মশলা জাতীয় উপকরণ গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে আলু ভর্তার মতো তৈরি করে নিতে হবে।

তারপর পাউরুটির পিস গুলোকে তিন কোণা করে প্রতি পিসে কেটে নিতে হবে।

তারপর এর রুটির উপর আলুর মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিতে হবে।

তারপর একটি ফ্রাইং প্যান নিশে তাতে বাটার দিয়ে গরম করে তার মধ্যে পাউরুটির পিস গুলো ভালোমতো ভেজে নিতে হবে এপিট -ওপিট।

তারপর এটিকে গরম গরম থাকতেই পরিবেশন করতে পারেন।

5
$ 0.00
Sponsors of aseya-islam
empty
empty
empty
Avatar for aseya-islam
3 years ago

Comments

এখন বেশ ভাল রান্না করা শিখে গেছি। আর সময় পেলেই পছন্দ মত রেসিপি বের করে নিয়ে রান্না করতে শুরু করে দেই।এখন রান্নাবান্না টাকেও আর ঝামেলা মনে হয় না। আর এইসব কিছুই সম্ভব হয়েছে এই সাইট টার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজেও জানেন না আপনার জন্য আমার মত কত জন রান্না শিখতে পারছে এইখানে। 🌷

$ 0.00
3 years ago

Tnq appi

$ 0.00
3 years ago

ক্রিসপি পটেটো টোস্ট সুস্বাদু একটি খাবার। আশা করি সবসময় ভালো ভালো আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করবেন।

$ 0.00
3 years ago

Ji dhonnobad

$ 0.00
3 years ago

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। ক্রিসপি পটেটো টোস্ট খুবই সুস্বাদু এবং মজার একটা খাবার। আমার খুব পছন্দের একটা খাবার এটি।

$ 0.00
3 years ago

seeing wanting to eat.😋😋 looking ummmy😋

$ 0.00
3 years ago

Tnq

$ 0.00
3 years ago

পাউরুটি টোস্ট অনেক খেয়েছি। কিন্তু ক্রিস্পি পটেটো টোস্ট কখনো খাইনি। দেখে মনে হচ্ছে খুব মজাদার হবে খেতে।

$ 0.00
3 years ago