ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস

11 19
Avatar for aseya-islam
4 years ago

উপকরণঃ

  • আলু ১/২ কেজি (লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটা।)

  • ভিনেগার ১ চা-চামচ।

  • বিট লবণ ১ চা-চামচ।

  • গোলমরিচ-গুঁড়া ১/২ চা-চামচ।

  • তেল ভাজার জন্য৷ পরিমাণ মতো

প্রনালিঃ

প্রথমে আলু গুলো পরিষ্কার পানি দিয়ো ধুয়ে তা কেটে এর সাথে লবণ আর ভিনেগার দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ।

তারপর একটি পাএে পানি দিয়ে তা গরম করে এর মধ্যে আলুগুলো কে ছেড়ে দিতে হবে। তারপর এটিকে ১০-১৫ মিনিটের মতো সিদ্ধ করে আলুগুলো নামিয়ে নিতে হবে আর পানি ঝরিয়ে ফেলে দিতে হবে।

তারপর একটি কড়ায় চাুলাই বসিয়ে তার মধ্যে তের ডেলে তারপর সেই ডুবো তেলে এই আলু গুলো ভেজে নিতে হবে।

এই আলু গুলো মাত্র ১-২ মিনিট বেজে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে।তারপর আলুগুলো একটি টিস্যুর উপর রাখতে হবে যেনো বারতি তেল ঝরে যায়।

তাটপর এই আলুগুলো একটা পাত্র ভরে তার মধ্যো গোলমরিচ গুঁড়া দিয়ে এটিকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ৩-৪ ঘণ্টা ল

তারপর আবার তেল গরম করে এই তেলে আলুগুলো আসতে আসতে দিতে হবে খুব সাবধানে দিবেন নউলে পানি তেলে মিশে এটি ছিটতে আসতে পারে তারপর যখন দেখবেন আলু গুলো একটু মচমচা ভাব চলে আসছে তখন নামিয়ে ফেলতে হবে।

তারপর আপনি চায়লে এর উপর বিটলবণ ছিটিয়ে পরিবেশন করতে পারেন।

8
$ 0.00
Sponsors of aseya-islam
empty
empty
empty
Avatar for aseya-islam
4 years ago

Comments

বাসায় নিজে নিজে বানাইছি .. কালার মনে হয় আপনার মতো ভালো লাগছেনা.. স্বাদ কেমন হয়েছে আপনাকে দাওয়াত দিয়ে অভিমত নিবো.. আসবেন 🙌🙌

$ 0.00
4 years ago

Ok tnq

$ 0.00
4 years ago

informational article

$ 0.00
4 years ago

এটি অনেক মজাদার এবং পুষ্টিকর একটি খাবার। বাচ্চারা এটি পছন্দ করে খেতে খুব। আমি মাঝে মাঝে বাসায় বানিয়ে খায়।

$ 0.00
4 years ago

Onak moja akta recipe amar khub pochondo ai franc fry. Tomato sos diya khala sotti osadharon lage

$ 0.00
4 years ago

ফ্রেন্সফ্রাই খেতে খুব সুস্বাদু ,,আমার খুব পছন্দের খাবার এটি,,রেসেপি টাও খুব সহজ সাবই বানাতে পারে,,ধন্যবাদ আপুু রেসেপিটা শেয়ার করার জন্য

$ 0.00
4 years ago

বানিয়েছিলাম বাসায় বেশ কয়েকদিন আগে৷ বেশ ভালো হয়েছিলো৷ রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আর ফ্রেঞ্চ ফ্রাই অনেক সুস্বাদু ও মজাদার একটা খাবার। এটি বানানো খুবই সহজ। যেকেউ ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারে।

$ 0.00
4 years ago

Yummy 😍

$ 0.00
4 years ago

তুমার সাথে কথা আছে।তুমি আমাকে ফেইসবুক এ এড দাও।@Foysol Raju fb id name.

$ 0.00
4 years ago