দই চিড়া

7 11
Avatar for aseya-islam
3 years ago

উপকরণঃ

১/ মিষ্টি দই ২ কাপ।

২/ চিড়া ১ কাপ।

৩/ পাকাকলা ২ টি।

৩/ আপেল কাটা ২ কাপ।

৪/ লবণ ২ চিমটি।

পদ্ধতি:

প্রথমে একটি পরিষ্কার পাএ নিয়ে তাতে চিড়া গুলো ডেলে ধুয়ে নিতে হবে।ভালো মতো পানিটা ঝরিয়ে নিতে হবে।

তারপর অন্য একটি বাটি নিয়ে তাতে দই আর লবণ টা দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে।

তারপর সেই ফেটানো দইয়ের মধ্যে চিড়া মেখে এটিকে ৩০-৪০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।

তারপর এটি যখন পরিবেশনে করবেন তার ঠিক ৪-৫ মিনিট আগে এটাতে আম আর কলা কেটে তার সাথে দই-চিড়াটুকু চামচ দিয়ে ভালোমতো মিশিয়ে নিতে হবে।

তারপর আম আর কলার টুকরা গুলো দিয়ে এটি সাজিয়ে পরিবেশন করতে পারেন।

5
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of aseya-islam
empty
empty
empty
Avatar for aseya-islam
3 years ago

Comments

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রান্না টা চমৎকার লাগলো। ইনশাআল্লাহ অবশ্যই রান্না করবো এবং আপনাকে জানাব। ভাল থাকবেন আর আমাদের মজার মজার রেসিপি উপহার দিবেন। আল্লাহ হাফেজ।//

$ 0.00
3 years ago

tnq apu

$ 0.00
3 years ago

দই চিড়া খুবই সুস্বাদু এবং মজার একটা খাবার৷ তাছাড়া, দই চিড়া আমাদের শরীরের জন্যও অনেক উপকারী একটা খাবার। আমার অনেক ভালো লাগে খেতে। তোমাকে অনেক ধন্যবাদ আপু দই চিড়ার রেসিপিটি শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

দই চিড়া খেতে অনেক ভালো লাগে। গরমের দিনে দই চিড়া শরীরে অনেক প্রশান্তি আনে। এটি শরীরের জন্য অনেক উপকারী।

$ 0.00
3 years ago

Doi chira avabe khawa hoi nai kmn jani lage amar doi chira aksatha makhaiya khite but ata aktu new kichu daklam very interesting

$ 0.00
3 years ago

Ji

$ 0.00
3 years ago

অনেক সুন্দর একটা উপকরন। খেতে খুব মজা।

$ 0.00
3 years ago