জীবনে কোন কিছুই কঠিন না

13 29
Avatar for anika22
3 years ago

যখনই মনে হবে কোনো কিছু খুব কঠিন,

এবং আপনার দ্বারা সেটা করা সম্ভব না!

তখনই মনে করবেন যে, খুব সম্ভবত আপনার আগে বা পরে যারা-ই সেই পরিস্থিতিতে পড়ে ছিল তাদেরও কিন্তু ঠিক একই রকম কঠিন এবং অসম্ভব মনে হয়েছিল। তারাও কিন্তু একদিনে সফলতা পায়নি।

তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল শুধুমাত্র হাল ছেড়ে দেয়নি বলে। কাজেই কখনই ভাববেন না, ট্যালেন্ট এর অভাব বা সীমাবদ্ধতার কারণে আপনি সফল হতে পারবেন না।

ইংরেজিতে আমার খুব প্রিয় সেই শব্দ টা নিয়ে আরেকটু বলেই শেষ করি।

Great is essentially a non cognitive personality trait,

Rather it's about your passion and perseverance towards your goal!

আমাদের ছোটবেলার গল্পের সেই কচ্ছপের দৌড়ানো ক্ষমতা নিশ্চয়ই খরগোশ এর চেয়ে বেশি ছিল না।

কাজই যখনই জীবনে কোন কিছুতে পিছিয়ে পড়বেন। তখনই হাল ছেড়ে না দিয়ে বরং সে কচ্ছপের মতো চলতেই থাকবেন, সাফল্য একদিন আসবেই! ইনশাআল্লাহ্!

সংগৃহীত

15
$ 0.00

Comments

wow....amazing writer

$ 0.00
3 years ago

hi...

$ 0.00
3 years ago

hi friends I'm emon video like comment subscribe please

$ 0.00
3 years ago

my ID subscribe now

$ 0.00
3 years ago

Beautiful

$ 0.00
3 years ago