Konglak Pahar (কংলাক পাহাড়)

2 44
Avatar for alauddin
4 years ago

Sajek valley is the amazing tourist spots in Bangladesh situated among the hills of the kasalong range of mountains in sajek Union, Baghaichhari Upazila in Rangamati District. Konglak pahar is the most biggest hills in the sajek valley. Konglak pahar is 1800 feet above in sea level. Sajek valley is known as for its natural environment and mountains, Dense forest and grassland hills tracks. Sajek valley is the Queen of hills and roof of Rangamati. The native people of sajek valley are ethnic minorities. Among them Chakma, Marma, Tripura, Pankua, Lushai other indigenous Assamese communities.

Sun rise above in the konglak pahar. Is very very beautiful.

Nature of konglak pahar is very beautiful and amazing.

Above in the konglak pahar

Konglak pahar about some information in bangla --

কংলাক পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে, এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়া বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্নার নামানুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। পাহাড়চূড়ার ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃ-গোষ্ঠীর বসবাস৷ জুম চাষ এ পাড়ার প্রধান খাদ্য ও উপার্জনের উৎস। বেশি চাষ হয় হলুদ, আদা ও কমলার। কংলাকে পানি সংকট রয়েছে। প্রতিটি বাড়িতেই চোখে পড়বে একাধিক ও বড়বড় পানির রিজার্ভার। বৃষ্টির জমানো পানিই এ পাড়ার পানির মূল উৎস। অধিবাসীরা ঘরের চালা থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রিজার্ভারে ধরে রাখেন ও দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করেন।

Advanced thanks for watching and reading my articles. I hope you like this articles.

Stay Home...... Stay Safe

2
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of alauddin
empty
empty
empty
Avatar for alauddin
4 years ago

Comments