ইন্টারনেট কি?
ইন্টারনেট হচ্ছে এক ধরনের প্যাকেট সুইচিং প্রোগ্রাম। ছোট ছোট দাদা প্যাকেট তৈরির মাধ্যমে এখানে ডাটা আদান প্রদান করা হয়। এক্ষেত্রে কিছু আভ্যন্তরীণ নিয়ম-নীতি ও তৈরি হয়েছে এগুলোকে বলে "কমিউনিকেশনস প্রটোকল"। এরূপ দুটি প্রটোকল রয়েছে:
1. UUCP
2. TCP/IP
* UUCP (UNIX to UNIX Copy Program) দিয়েই ইন্টারনেট প্রথম কাজ শুরু করে। এর মাধ্যমে ডাটা, ভয়েস ও গ্রাফিক্স ইত্যাদি সকল ধরনের তথ্যই আদান-প্রদান করা যায়।
* TCP/IP (Tramission Control Protocol/ Internet Protocol) পদ্ধতিতে তথ্য পাঠাতে হলে শুধুমাত্র প্রাপকের ঠিকানা দরকার হয়।
ইন্টারনেট এর সূচনা:
1969 সালে, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (DOD), Advanced Research Projects Agency Network (ARPAnet) চালু করে। কম্পিউটার নেটওয়ার্কের জগতে এটিই প্রথম। তখন একটি কম্পিউটার ছিল ক্যালিফোর্নিয়ায় এবং অপর তিনটি ছিল Utah তে। বিষয়টি শুরুতে প্রতিরক্ষার সাথে যুক্ত থাকলেও পরে আমেরিকান মিলিটারি বিভিন্ন গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়কে একটি ব্যবহারের অনুমতি দেয় যেটা আজকের এই ইন্টারনেট।