অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা। গত ২৪ শে সেপ্টেম্বর সন্ধ্যা রাতে এক এস এস সি পরীক্ষার্থী যুবক মাছ ধরতে গিয়ে মারা যায় যা ভূত বা প্রেতাত্মা মেরেছে বলে এলাকায় রটেছে।ঘটনাটি ঘটেছে জামালাপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বৌশের চরপাড়া নামক গ্রামে।যুবকটি সন্ধার হওয়ার কিছুক্ষণ পরেই মাছ ধরার উদ্দেশ্যে বিলে যায়।বাড়িতে তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর তাকে বিলে মৃত অবস্থায় পাওয়া যায়।তার চোখ, কান খেয়ে ফেলেছে।এতে অনেকে মনে করতেছে ভূতের জন্য এমন ঘটনা হয়েছে।এলাকায় এক ভূত ভূত ভয় বিরাজ করতাছে।বিজ্ঞান বলে ভূত বলতে কিছু হয় না।হতে পারে সে অসুস্থ ছিলো। মাছ ধরার এক পর্যায়ে হয়তো পানিতে পড়ে যায় এবং দূর্ভাগ্যবশত মারা যায়।এতে পানিতে থাকা বিভিন্ন জীব(কাকড়া) তার দেহের বিভিন্ন অংশ খেয়ে ফেলে।আসলে রাতের বেলায় কখনো একা মাছ ধরতে যেতে হয় না।কারন অনেক সময় অসুস্থতার জন্য মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়।সাথে অন্য কেউ থাকলে অবস্থা বুঝে বাড়িতে পৌছে দিতে পারবে। কিন্তু একা থাকলে এমনটা ঘটবে না।আমাদের সচেতনতাই পারে আল্লাহর রহমতে অপমৃত্যু হতে রক্ষা করতে।আপনার মতে মৃত্যুটি কিভাবে হতে পারে তা নিচে কমেন্ট করে জানাতে পারেন।
পোস্টটি শেয়ার করে সকলের জানতে সাহায্য করুন।
0
24