চড় এর চচ্চড়ি -নির্বাচনের আগে সময়োচিত

0 7
Avatar for ahed
Written by
4 years ago

নিবেদন:

ফেসবুক মানে খোমা খাতার এই অন্তর্জালে একেক পক্ষ প্রবল বেগে অপরের উপর যে আক্রমন করে তাতে মনে হলো এই লড়াই তাদের জন্য বেশ আগ্রহের হবে।অন্তত আমার মত ক্যাচাল প্রিয় দর্শকের জন্য তো বটেই।এই নির্বাচনের মহারণে এই প্রতিযোগিতা শুরু করলে খারাপ হয় না।তৃণমূল,কংগ্রেস,বিজেপি,বামপক্ষ ইত্যাদি কে একটা আইপিএল এর মতো লীগ এবং নক আউট পর্যায়ের মাধ্যমে করলে কি রকম হয় ভাবতেই বেশ রোমাঞ্চ জাগছে।

প্রত্যেক দলের নেতাদের বয়েস বেশ বেশি তাই তারা প্রতিনিধি বেছে নিতে পারেন।এছাড়া এই ফেসবুক বীররা ও ভাড়া করে লোক আনতে পারেন।আমাকে ভাড়া করার কথা ভাববেন না, আমার মুখে বল শত হস্ত কিন্তু কার্যে মানে শারীরিক ভাবে কার্যত অদৃশ্য।হৃষ্টপুস্ট লোক হলে ভালো তা হলে জমবে ভালো।যাইহোক অনেক গৌড়চন্দ্রিকা মানে বিতং হলো,মূল বিষয়ে আসি ,লেখা অতীব হালকা চালের তাই কোনো উদ্দেশ্য দেখবেন না।

আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত পুরো পশ্চিমবঙ্গ ,একই সাথে খুনের বা সংঘর্ষের । রাজনৈতিক নেতাদের পারস্পরিক চাপান উতোর এবং আক্রমনের এই মরসুমে একটু মজার একটি খবর নিয়ে এলাম। ইউ টিউবে এই বিষয়টা প্রথম দেখে বেশ পুলক লাগলেও কয়েকটা দেখে মনে হলো বিষয়টা মোটেই খুব একটা সহজ না এবং যথেষ্ট বিপদজনক। এরপরেও স্বভাব খারাপ বলে মনে হলো নির্বাচন পূর্ব এই যুদ্ধের বাজারে একটু এই ধরণের একটা প্রতিযোগিতা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে করানো যায় তা হলে কেমন হয়? আসুন জানি বিষয়টা কি।

রাশিয়ার কুখ্যাত(ঠান্ডার জন্য বিখ্যাত ও বটে)সাইবেরিয়াতে পুরুষদের একটি থাপ্পড় প্রতিযোগিতা হয় যাকে স্ল্যাপিং চ্যাম্পিয়নশিপ বলে। এই প্রতিযোগিতা ফি বছরে এক বার করে হয়।মূলত খেলাধুলার ছলে রাশিয়ান ছেলেরা একে অন্যকে থাপ্পড় মারার এক প্রবল জনপ্রিয় প্রতিযোগিতা হয়।বর্তমানে ইউরোপের নানান দেশ থেকে আগ্রহী প্রতিযোগীরা এলেও এটি প্রবল ভাবে রাশিয়ানদের একটি খেলা।

এই বিষয়টা বর্ননা দেওয়ার সঙ্গে অতি অবশ্য সঙ্গে দেওয়া লিংক ধরে একটু ওটা দেখবেন।কে বলে আমরাই খালি চড় খাওয়ার ক্ষেত্রে সহনশীল? রাশিয়ার ভ্যাসিলি কামট্স্কি যে এই বছরের অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। রাশিয়ার টিভি NTV র ওই ভিডিও দেখলে বুঝবেন মোটাসোটা এই মানুষটি শুধু চড় মারতেই পারে না,সহ্য ও করতে পারে অসম্ভব বেশি।তার আকৃতির আর বাহ্যিক ধরণ তার নামকরণ করেছে 'পেলম্যান ' আর 'ডাম্পলিং ' প্রথমটা তার একটু দুঃখ দুঃখ মুখ আর পরেরটা গোলগাল চেহারার কারণে।

এর নিয়ম :

অতীব সরল এবং নির্বিকার আর প্রায় আবেগহীন রাশিয়ান স্বভাব এর সাথেই মানানসই। দুই চড় মারার প্রতিযোগী একটি টেবিলের দুই প্রান্তে দাঁড়াবে। চড়-বীর দের প্রত্যেককে কয়েক মিনিট সময় দেওয়া হবে পাউডার হাতে মেখে যুৎসই চড় মারার সময় দিতে এরপর খেলা পরিচালকের মানে রেফারির নির্দেশে একজন গাল বাড়িয়ে দেবে আর অপর জন তার বিরাশি সিক্কার এক থাপ্পড় দেবে অন্যের গালে। এরপর যে চড় খেলো তার পালা বিপক্ষকে ওই চড় ফিরিয়ে দিতে। এই ভাবে থাপ্পড় এর পর থাপ্পড় চলতে থাকবে পরস্পরের উপরে যতক্ষণ একজন রণে ভঙ্গ না দেবে।শুরু করার বিষয় মনে হলো টস করে হয়।

এছাড়া যদি চড়ের কারণে রক্তক্ষরন বা অন্য কোনো শারীরিক অসুবিধে পর্যবেক্ষণ করে রেফারি তবে লড়াই মানে এই চড়ের লড়াই বন্ধ করে দিয়ে কোনো এক পক্ষকে জয়ী করে দিতে পারেন। প্রতিযোগীরা এক এক করে পরস্পরের সাথে লড়াই করে যাবে এবং পয়েন্টের হিসেবে দুই শীর্ষ প্রতিযোগীর ফাইনাল এবং একজন জয়ী।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো প্রতিযোগিতায় নেমে থাপ্পড় দেওয়ার সময় ওটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ চড় আপনাকে খেতেই হবে এবং পাল্টা দিতেই হবে। এক্ষেত্রে অবশ্য রেফারি কি কারণে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা এর নিয়মাবলীর কোনো ধারা আছে বলে আমার মনে হয় নি। পয়েন্ট ই বা কি ভাবে পাচ্ছে ওটা ও ঠিক বুঝতে পারি নি ,কোনো পাঠকের আরো ধারণা থাকলে বলবেন জেনে খুশি হবো। ও , কোনো নির্দিষ্ট সময়ের বিষয় ও আছে বলে দেখলাম না মানে ওই পারস্পরিক চড় মারার ক্ষেত্রে কোনো বেঁধে দেওয়া সময় দেখলাম না। প্রাসঙ্গিক যা দেখছি তাতে মনে হচ্ছে কোনো প্রতিযোগী যখন আর চড় খেতে পারবে না বলে বলে তখন ওই লড়াইয়ে বিরতি বা শেষ হওয়ার কথা রেফারি ঘোষণা করেন।

ভিডিও দেখেও অনেকটাই তাই মনে হচ্ছে।লড়াই এর সময়ে যাতে শারীরিক কোনো অসুবিধে বা চিকিৎসা এবং পরিচর্যার জন্য মানুষ থাকে।যদিও এই লড়াই যে কোনো ভাবেই স্বাস্থকর কিছু না।

চ্যাম্পিয়ন ভ্যাসিলি এই লড়াইয়ে জিতে পেয়েছেন তিরিশ হাজার রুবল বা ৪৭০ মার্কিন ডলার।আমাদের টাকার মূল্যে ওই হাজার তিরিশের কিছু বেশি।ব্যক্তিগত ভাবে যে ওজনের চড় এক একটি রাউন্ডে পড়েছে তাতে আমাকে বেশ কিছু লক্ষ টাকা দিলেও আমি এর একজনের বিরুদ্ধেও লড়তে রাজি না।পাঠক, এই ধরণের লড়াই এর একটা পর্ব দেখলাম ক্যারিবিয়ান অঞ্চলেও চালু হয়েছে মহিলাদের মধ্যে।সব মিলিয়ে মহিলা বা পুরুষ যেই হন, ভেবে দেখতে পারেন।ফেসবুক বা অন্য কোথাও মুখের বদলে একটু হাতাহাতি করলে লাইভ করবেন, আমি সাগ্রহে ওটা দেখবো এবং আপনাদের অনেক ধন্যবাদ জানাবো।রাজনৈতিক প্রতিপক্ষ বা ওই ঘন্টাখানেক ধান্দামন এর কারবারে এইরকম কিছু চালু করলে পারে বাজরানন্দ ,এতে টিআরপি বাড়বে প্রচুর।আমার ধারণা অন্তত পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে ওই প্রতিযোগিতার সময়ে সকল বঙ্গসন্তান টিভি বা মোবাইল এর স্ক্রিনে চোখ রেখে বসে থাকবেন।আগ্রহী ঘোড়েল ব্যবসায়ীরা এইটা নিয়ে ভাবতে পারেন।অন্যদিকে কোনো আলোকপ্রাপ্ত দলের নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য এই ধরণের কোনো প্রতিযোগিতা আয়োজন করতেই পারে।

আহা, ভাবতেই প্রাণ ঠান্ডা হয়ে যায়, দলগুলোর নির্বাচিত প্রার্থীদের মধ্যে এক চড় মারার প্রতিযোগিতা।এক্ষেত্রে কোনো আগ্রহী প্রার্থী উপযুক্ত টাকা পারিশ্রমিক দিয়ে তার প্রতিনিধি কে পাঠাতে পারেন।একটা চড়াচড়ির চচ্চড়ি প্রত্যেক দলে হতে পারে। প্রতিযোগী প্রত্যেকবার চড় মারার আগে নিজের হাতে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করে নেবে আর বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী ও নিজের গাল একই ভাবে সাফ করে নেবে। জেতার পরে কোনো কোলাকুলি বা করমর্দন চলবে না। অনলাইনে আপামোর জনসাধারণ দেখার অধিকার পাবে তবে নির্দিষ্ট মূল্য ধার্য মানে কিঞ্চিৎ ট্যাকা খরচ করে।

এক নতুন আইপিএল এর ধাঁচে এই ধরণের কাজ হতে পারে। চপের বা ধুপকাঠির উপরে চাপ কমিয়ে নতুন ধরণের ব্যবসা এবং বিনিয়োগ আসার সম্ভাবনা হতেই পারে।তবে এর সাথে অর্থের সংযোগের বদলে কোনো শ্রী (আমার মতো নহে ! খালার শ্রী ! ) ইত্যাদি বা বেদি বানিয়ে দিলে ফলপ্রসূ হবে না।

তথ্যসূত্র :

১. সম্পর্কিত একটি খবরের তথ্যসূত্র : https://www.dailymail.co.uk/news/article-6826809/Russian-man-slapping-championship-sees-contestant-knocked-out.html

২. টুইটারের ওই রাশিয়ার এন টিভির সূত্র https://twitter.com/ntvru/status/1107953630156595201

৩. রাশিয়ান একটি সূত্র , অনুবাদ ইন্টারনেট করে দেবে ইংরেজিতে http://stolitca24.ru/news/v-krasnoyarske-proshyel-chempionat-po-podshchechinam/

৪. অবশেষে সেই ভিডিও ,আরো আছে তবে এইটা দেখুন,খারাপ লাগবে না,রাজনৈতিক নেতাদের অনেক গুলোকেই এই রকম কোনো লড়াইয়ে নামিয়ে দিলে মন্দ হয় না অথবা এদের তল্পিবাহকদের

https://www.youtube.com/watch?v=wifQPD5eok4

৫.এই অনুষ্ঠানের আয়োজকদের ওয়েব সাইট http://siberianpowershow.ru/

Sponsors of ahed
empty
empty
empty

1
$ 0.00
Sponsors of ahed
empty
empty
empty
Avatar for ahed
Written by
4 years ago

Comments