২০ তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন

2 12
Avatar for ahed
Written by
3 years ago

আগামী ২০ অক্টোবর ২০২০ ইং মঙ্গলবার ৯ নং আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মনােনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সমীপে বিশেষ আরজ

সম্মানিত আধুনগরবাসী! আসসালামুয়ালাইকুম ওয়ারাহমতুলাহ।

আমি - মুহাম্মদ নাজিম উদ্দিন, পিতা : মরহুম আলহাজ্ব মুহাম্মদ বাদশাহ মিয়া, গ্রাম : হরিণা, আধুনগর, লােহাগাড়া, চট্টগ্রাম - আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জনসাধারণের সার্বিক খেদমত করার উদ্দেশ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার নির্বাচনী প্রতীক। (আনারস)। মহান আল্লাহর মেহেরবানী ও আপনাদের সমর্থনের ভিত্তিতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমি নিম্নে বর্ণিত কর্মসূচি ও পদক্ষেপ

সমূহ১। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সহযােগিতায় একটি মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তােলা। ২। অত্র ইউনিয়নের স্কুল- কলেজ ও মাদরাসার ছাত্রীদের জন্য ইভটিজিং মুক্ত

শিক্ষার শান্তিময় ও নিরাপদ পরিবেশ গড়ে তােলা।

৩। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রয়ােজনীয় অর্থ সহায়তা প্রদান করা।

৪। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা।

৫। একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এলাকার যুব সমাজের জন্য দেশে - বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৬। এলাকার ঘরে ঘরে নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন সেবা তথা স্বাস্থ্য-সম্মত

ল্যাট্রিন - শৌচাগার নিশ্চিত করা। ৭। যৌতুক প্রথা ও নারী নির্যাতন প্রতিরােধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। ৮। এলাকার মসজিদসমূহ ও ধর্মীয় উপাসনালয় তথা মন্দির ও বিহারে আর্থিক

অনুদানের ব্যবস্থা করা এবং এসব কেন্দ্রিক প্রতিষ্ঠিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে সচল রাখা ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা।

৯। দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন ও ইউনিয়ন পরিষদকে জনসাধারণের সামগ্রিক সেবা কেন্দ্রে পরিণত করা। ১০। ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের

সমন্বয়ে সালিশী বাের্ড গঠন করে বিচার প্রার্থীদের জন্য সুবিচার নিশ্চিত করা। ১১। জন্ম সনদ, জাতীয়তা সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, প্রত্যয়নপত্র

ইত্যাদিতে সরকার নির্ধারিত ফিঃ বহির্ভূত কোন টাকা গ্রহণ না করা। ১২। এলাকার জনগণের নিকট থেকে সরকার নির্ধারিত নূন্যতম হােল্ডিং ট্যাক্সের বাইরে অতিরিক্ত কোন অর্থ গ্রহণ না করা।

১৩। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সমস্ত সরকারি ভাতা ও সুবিধা বন্টনের ক্ষেত্রে ন্যায় নিষ্ঠা ও বিচার প্রতিষ্ঠা করা।

১৪। এলাকাভিত্তিক গনশুনানীর মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে পাঁচসালা পরিকল্পনার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষা। প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন সাধন করা।১৫। রাস্তার দুই পাশে গাছ লাগানাের মাধ্যমে রাস্তাগুলাের শােভাবর্ধন করা। রাস্তার পাশে লাগানাে গাছের মালিকানা প্রকৃত মালিকের কাছে ন্যস্ত করা এবং এ ট্যাক্স গ্রহণ না করা।

ক্ষেত্রে কোন চাঁদা বা ১৬। ডলু খাল ও হাতিয়ার খালের ভাঙ্গন রােধের ক্ষেত্রে এবং ডলু ও হাতিয়ার খালের উভয় পাড়ের সংস্কার সাধনের লক্ষ্যে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ১৭। এলাকার ছােট ছােট খালগুলাের নাব্যতা বহাল রাখার জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

১৮। আধুনগরের ফার্নিচার ব্যবসার উন্নতি সাধনে ব্যবসায়ীদের প্রয়ােজনীয় সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা, তাদের নিকট কোন প্রকার চাঁদা আদায় না করা এবং

প্রয়ােজনে তাদের আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করা। ১৯। আধুনগর বাজারে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানির ব্যবস্থা করা এবং পানি। নিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি সাধন করা। ২০। বিশিষ্ট শিল্পপতি, দানবীর, আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম

সাহেবের পক্ষ থেকে আধুনগরবাসীর জন্য সমাজসেবা, শিক্ষার উন্নয়ন, চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত কর্মসূচি সমূহে পূর্ণসহযােগিতা প্রদান করা : নির্মিতব্য " আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম হাসপাতাল"কে পুরােদমে চালু করার ব্যাপারে পূর্ণ শ্রম ও সহযােগিতা প্রদান করা এবং হাসপাতাল চালু হবার পরে অসহায় ও গরীব রােগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া এবং আধুনগরের প্রসূতি মাতাদের জন্য ফ্রি ডেলিভারির ব্যবস্থা করা।

খ: এলাকার রােগি পরিবহনের জন্য ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিচালিত এ্যাম্বুলেন্স সার্ভিসের পরিধি ও সেবা বৃদ্ধির ব্যাপারে সহযােগিতা

প্রদান করা। গ: প্রতিষ্ঠিত আধুনগর স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষা কার্যক্রম ও পাঠদান চালুর ব্যবস্থার ক্ষেত্রে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ঘ: ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিচালিত মক্তব সমাজের

আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা। উ: এলাকার দূর্গত মানুষের জন্য ট্রাস্টের পক্ষ থেকে প্রদেয় ত্রাণ সহায়তা বন্টন ও

বিতরণে পূর্ণসহযােগিতা প্রদানজানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বেশ কিছুদিন ধরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন কমল। এতে অভূতপূর্ব সাড়াও পাচ্ছেন তিনি। বয়স্ক ভোটারদের অনেকেই তার পিতা নূরুল আমিন হেলালীর স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়ছেন। অন্যদিকে তরুনরা উজ্জীবিত তারুণ্যের শক্তিতে।

[bad iframe src]

সাংবাদিকতার বর্ণাঢ্য ক্যারিয়ার ছেড়ে প্রত্যন্ত একটি ইউনিয়নের নির্বাচনে কেন অংশ নিতে চান জানতে চাইলে সালাহ উদ্দিন হেলালী কমল বলেন, “একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যে দেশপ্রেম ও চেতনা ভেতরে কাজ করতে, সেটিই আমাকে এই নির্বাচনে টেনে এনেছে।

Zero width embed

আমি শাপলাপুরের সন্তান। এই শাপলাপুরের মানুষের ভাগ্য উন্নয়নে আমার মরহুম পিতার অনেক স্বপ্ন ছিল। আমি তার স্বপ্ন যেমন বাস্তবায়ন করতে চাই, তেমনি মহেশখালীকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন মহাযজ্ঞ শাপলাপুরবাসীকে তার সারথী করতে চাই।

এসব চিন্তা থেকেই এবারের নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রতি দরজায় কড়া নাড়ছি, সবার সুখ-দুঃখের কথা শুনছি। শাপলাপুরের মানুষের ভালোবাসায় আমি অভিভূত।”

শাপলাপুরকে একটি উন্নত সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে পরিচিত করতে নানামুখি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এ তরুণ প্রার্থী। নির্বাচিত হলে সেইসব উদ্যোগ নিবেন বলে জানান কমল।

তিনি বলেন, “টেকসই যোগাযোগ ব্যবস্থা নির্মাণ, ভূমির সর্বোত্তম ব্যবহার, নিত্য নতুন উৎপাদন প্রণালী আবিস্কার, মহিলাদের জন্য কুটিরশিল্প, যুবকদের জন্য কারিগরি বিদ্যালয়, ভোকেশনাল ট্রেনিং,

তরুনদের জন্য পাঠাগার-সাংস্কৃতিক কেন্দ্র, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সৃজনশীল কর্মসূচি, স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ ইউনিয়নটিকে ডিজিটাল ইউনিয়নে রুপান্তরসহ শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে চাই আমি। ”

শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা  মুক্তিযোদ্ধা নুরুল আমিন হেলালী ছিলেন দলের ত্যাগী সংগঠক। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য পাকিস্তান সরকার তার বিরুদ্ধে সিআর মামলা নং ৮৯/৭১ দায়ের করেন। পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করেন।  তারই পুত্র ব্যক্তিজীবনে সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত সালাহ উদ্দিন হেলালী কমল কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল জাজিরাতে।

সর্বশেষ যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে  জনপ্রিয় অনুষ্ঠান ‘তদন্ত ৩৬০ ডিগ্রি’র তদন্ত সেলে কর্মরত ছিলেন। একই পদে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ’-এ। ২০০৬ সাল থেকে প্রায় এক যুগেরও বেশি সাংবাদিকতায় ছিলেন বাংলাভিশন ও একুশে টেলিভিশনেও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে পেশাগত জীবনের বাইরেও সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন।


করা।চ: জনাব আলহাজ্ব মুহাম্মদ নরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে প্রদত্ত অনুদান এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার মসজিদ সমূহের ইমাম- মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের উপাসনালয় সমূহের গুরু ও পুরােহিতদের জন্য স্ব স্ব

উৎসবে উৎসব ভাতা প্রদান করা। ছ: জনাব আলহাজ্ব মুহাম্মদ নরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে প্রদত্ত অনুদান এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে দ্বিগুণ হারে বিধবা ও এতিম ভাতা চালু করা। জ: আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা ও এর অঙ্গ প্রতিষ্ঠান গুলােকে সার্বিক

সহযােগিতা প্রদান করা।

সুপ্রিয় এলাকাবাসী।

আশা করি উপরে উলেখিত কর্মসূচি ও পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে

একটি সুখী, সমৃদ্ধ ও মডেল আধুনগর বিনির্মাণের লক্ষ্যে আমার প্রতিক আনারস মার্কায় ভােট দিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনাদের সহায় হােন। শুভেচ্ছা ও দোয়া কামনা-আপনার

মনােনীত মুহাম্মদ নাজিম উদ্দিন পিতা: মরহুম আলহাজ্ব মুহাম্মদ বাদশা মিয়া, গ্রাম : উঃ হরিণা,আধুনগর, লােহাগাড়া, চট্টগ্রাম

Sponsors of ahed
empty
empty
empty

2
$ 0.00
Sponsors of ahed
empty
empty
empty
Avatar for ahed
Written by
3 years ago

Comments

হায় হায়!!!!!

$ 0.00
3 years ago

😁😁😁

$ 0.00
3 years ago