Refat

0 9
Avatar for ahammda4
4 years ago

[bad iframe src]

[bad iframe src]

রিফাত শরীফ হত্যা মামলা

ডেথ রেফারেন্সের জন্য রায়সহ নথিপত্র হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ৪ অক্টোবর ২০২০, ১২:১০

অ+অ-

আয়শা সিদ্দিকা 

প্রথম আলো ফাইল ছবি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছেছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান আজ রোববার এই তথ্য জানান।

গত ৩০ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে আয়শা সিদ্দিকাসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চার আসামি খালাস পান।

নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা। শুরুতে আয়শা এই মামলার প্রধান সাক্ষী ছিলেন। পরে তাঁকেও আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজী (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত (১৯), রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)।

1
$ 0.00
Avatar for ahammda4
4 years ago

Comments