কবিতাঃ~নির্ঘুম রাত ✍

0 2
Avatar for adiha
Written by
3 years ago

✍ শিশির রায়

-----------------------------------

জাগরণে কাটছে বিভাবরী

আসেনা চোখে ঘুম,

স্বপ্ন মাঝে তোমায় নিয়ে

ভাবি আকাশ-কুসুম।।

তুমি আমার ঘোর অন্ধকারে

জোনাকির আলো,

হৃৎস্পন্দনের নিঃশ্বাস তুমি

তাইতো বাসি ভালো।

তুমি আমার জ্যোস্না রাতের

আঁধারে আলোছায়া,

হৃদি মাঝে তোমার জন্য প্রিয়

আছে অদ্ভুত মায়া।

1
$ 0.00

Comments