ফুলের ছবি সুন্দর করে তোলার কৌশল

2 45
Avatar for abirhasan1243
3 years ago

আসসালামু আলাইকুম  

কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। 

আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি তাদের জীবনে কখনো কোন ফুলের ছবি তোলার চেষ্টা করেননি? 

আসলে সুন্দর কিছু দেখলেই আমাদের সেটাকে ছবির ফ্রেমে আটকে রাখার ইচ্ছে করে। এটাই স্বাভাবিক । তবে  কিছু কিছু কারণে আমাদের ছবিগুলো পেশাদার ফটোগ্রাফারের মত ততটা সুন্দর হয় না। আমরা অনেকেই মনে করি এডিটিং করলে হয়তো আমাদের ছবিগুলো দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। সত্যিটা আসলে পুরোই ভিন্ন।  এডিটিং কিছু কিছু ক্ষেত্রে আপনার ছবিকে সুন্দর করলেও কিছু  সাধারণ জ্ঞান যদি জানা থাকে তাহলে আপনার ছবি ভিন্ন মাত্রা পাবে। আমি ঠিক করেছি ফুলের ছবি আরো সুন্দর করে তোলার জন্য আপনাদের সাথে টিপস ও কৌশল আলোচনা করব। এই টিপস এবং কৌশলগুলো আপনার ছবিকে রাতারাতি পাল্টে দিবে না তবে আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই টিপসগুলো অনুসরণ করেন তবে গতকালের চাইতে ভালো ছবি তুলতে সক্ষম হবেন।

 

একটি দ্রুত এবং ক্লোজড   ফোকাসিং লেন্স ব্যবহার সবসময়ই ভালো ফলাফল দিবে

The UNIVERSITY OF RAJSHAHI, 2017

  ফুলের ছবি তোলার জন্য,  ম্যাক্রো লেন্স ব্যবহার করা সবসময়ের জন্যই ভালো। তবে যদি আপনার কাছে ম্যাক্রো লেন্স না থাকে তাহলে চিন্তা করবেন না কারণ যদি আপনি খুব ছোট যেমন ঘাসফুল এর ছবি না তুলেন,  তাহলে ম্যাক্রো লেন্স ব্যবহার করা অপ্রয়োজনীয়। আমার পরিচিত এমন অনেকেই আছে যারা ম্যাক্রো লেন্স এর জন্য প্রচুর টাকা খরচ করেছেন যেটা একদমই অপ্রয়োজনীয়'।  

 ম্যাক্রো লেন্স এর পরিবর্তে আপনি যদি ৫০  মিমি বা ৮৫  মিমি লেন্স ব্যবহার করেন সর্বাধিক অ্যাপারচার f / 1.4 বা f / 2  সহ,  তাহলে আপনি আরও ভাল ফলাফল পাবেন। ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার জন্য বা অস্পষ্ট করার জন্য সর্বদা সর্বোচ্চ অ্যাপারচার এর সাথে দীর্ঘ  ফোকাল দৈর্ঘ্য ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে ছবি তোলার পর এডিটিং এর জন্য আপনাকে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। 

 উদাহরণ হিসেবে উপরের ছবিটি দেখতে পারবেন।  আমি এই ছবিটিতে বিন্দুমাত্র কোন এডিট করিনি।  এই ছবিটি তোলার জন্য আমার ক্যামেরা অ্যাপারচার ছিল f / 2  এবং আমি 50 মিমি লেন্স ব্যবহার করেছি।  যদি আপনার কাছে 50 মিমি লেন্স থাকে তাহলে এই সেটিং টি ব্যবহার করে কিছু ছবি তুলে দেখতে পারেন এবং আশা করি পার্থক্যটি আপনি নিজেই বুঝতে পারবেন আর একটি কথা সব সময় মনে রাখবেন আপনি যত বেশি ছবি তুলবেন আপনার ছবি তোলার হাত ততো বেশি ভালো হবে।

ব্যাকগ্রাউন্ড কে মাথায় রাখুন

বেশিরভাগ  ক্ষেত্রে আমাদের ফুলের ছবি যতটা সুন্দর হয়ে ফুটে উঠার কথা অতটা উঠে না এবং সেই ক্ষেত্রে আমরা এডিটিং এর  সাহায্য নেই।  আমি যতজনের ছবি দেখেছি সেখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি এই ছবিগুলো  আরো সুন্দর হয়ে ফুটে না ওঠার পেছনে প্রধান কারণ হচ্ছে যিনি ছবি তুলছে তিনি ব্যাকগ্রাউন্ডকে হিসাবের মধ্যে রাখেননি।  ফলশ্রুতিতে ছবিটা সুন্দর  হওয়ার কথা ছিল অতটা সুন্দর হয়নি।  সব সময় মাথায় রাখবেন আপনার ছবি তোলার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  হোক সেটা পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ অথবা  ন্যাচার ফটোগ্রাফি ইত্যাদি। 

আমরা যেহেতু ফুলের  ছবির কথা বলছি সেহেতু আমরা ফুলের ব্যাকগ্রাউন্ড নেই কথা বলব।  একটি সুন্দর ফুল ততক্ষণ পর্যন্ত সুন্দর না যতক্ষণ পর্যন্ত আপনি  ফুলটি কে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড এর সাথে সমন্বয় করছেন আবার  ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে যেন ফুলের সাথে ব্যাকগ্রাউন্ডের তারতম্য খুব বেশি না হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড টিকে  এমন হতে হবে  যেন সেটি ফুলকে ফুটিয়ে তুলে। 

 

ব্যাকগ্রাউন্ড এর রঙ যেন ফুলের রং এর সাথে ম্যাচিং করে অর্থাৎ ফুলের রং এবং ব্যাকগ্রাউন্ড এর রং যেন না হয়ে যায়।   ব্যাকগ্রাউন্ড ঝাপসা হোক বা না হোক তার প্রধান কাজ হচ্ছে আপনার ফুলকে ফুটিয়ে তোলা। 

যদি আজকের পোষ্ট আপনার ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ

 

 

 

3
$ 0.00
Sponsors of abirhasan1243
empty
empty
empty
Avatar for abirhasan1243
3 years ago

Comments

OwalaikumAssalam....vai subs koreci back diben ki subs??

$ 0.00
3 years ago

Obosshoi.

$ 0.00
3 years ago