0
4
Written by
abir997
abir997
4 years ago
সংসার তো দুদিনের মায়ার খেলা,
হাসি, কান্না শেষ সবই বিদায় বেলা। হে ক্ষনিকের বন্ধু হে প্রিয়, ভালো থেকো তুমি,ভালো থাকাই শ্রেয়।
অপরাধ যা করেছি সে তো কেবল আমি, মন দিয়েছি, নিয়েছি সামলে রেখো তুমি।
করেছি তোমার আমার যে সর্বনাশ, সর্বনাশের আশাই ঘিরে আছে চারপাশ।
থেকো দুরে, নীরব এ অন্তরে, দেখা হবে জানি আমি ঠিক পরপারে।
রবো পতিক্ষায় একশো বছর, মরণের পারে, সেই পতিক্ষা কেউ কি কেড়ে নিতে পারে?
দিনের শেষের পতিক্ষার আজ জলো অবসান, ভালো থেকো প্রিয়, তুমি ছিলে মোর বরদান।
অনুরোধ আমার করো না উপেক্ষা
থাকবে আজীবন তোমারই অপেক্ষা।
দুরে আছি তাও তো আছি, একথা জেনে নিয়ো, ভালো থেকো তুমি, আমায় একটু শান্তি দিয়ো।
তবুও বিদায় আজ জানাতেই হবে, কিছু কথা ছিল বাকি তা এ অন্তরে রবে।
সত্যি অনেক সুন্দর হয়েছে যা বলার ভাষা রাখে না। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন আমার মন ছুয়ে গেছে, এরকম আরো অনেক অনেক পোস্ট আশা করছি আপনার থেকে, ধন্যবাদ।