মহামারী

2 16
Avatar for abir997
4 years ago
Sponsors of abir997
empty
empty
empty

বিশ্বের মানুষের আজ কি ভিশন দুর্দশা,

চারিদিকে হাহাকার আতঙ্ক আর হতাশা।

গৃহবন্দি মানুষেরা করছে ভঢে ছটফট,

করোনা ভাইরাস গিলছে মানুষ ফটাফট।

মৃত্যুর কালো হাত ঘিরে আছে চারিধার,

উম্পুর কেড়ে নিল কতো শত বাড়ি ঘর।

গৃহহারা গরীবের দুঃখ, দুর্দশা বোঝে কেবা,

আছে দায় কার!

পঙ্গপাল ধেয়ে এসে করছে ফসল ছারখার,

ডেঙ্গু জ্বরের জীবাণু ছেয়ে আছে চরাচর

মানুষের বাচবার উপায় যে নেই আর,

মানুষ পরেছে আজ মহামারীর কবলে

এর শেষ পরিণতি কি আছে কে জানে।

তাই আমাদের প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস থেকে বাচতে হলে সচেতনতার বিকল্প কোনো পথ নেই। তাই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলি, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।

2
$ 0.00
Sponsors of abir997
empty
empty
empty
Avatar for abir997
4 years ago

Comments

আমার জীবনে দেখা সবথেকে বড় ভাইরাস করো না। যত দিন যাচ্ছে আমাদের জীবন ততই বিপর্যস্ত হয়ে পড়েছে। জানিনা ঈশ্বর আমাদের এই মহামারী হতে কবে মুক্তি দেবেন।

$ 0.00
4 years ago

হুম ঠিক বলছো, মারাত্মক একটা ভাইরাস এই করোনা যেটা প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

$ 0.00
4 years ago