মহামারী

1 14
Avatar for abir997
3 years ago
Sponsors of abir997
empty
empty
empty

কতো স্বপ্ন আছে চোখের পাতায়,

পূরন হবে না কোনোটাই।

পরিস্থিতির শীকারে সবটা বদলে যায়

পরিস্থিতি আমাদের নতুন করে বাচতে শেখায়।

হয়তো কিছু কেড়ে নিয়ে,

অথবা কিছু ফিরিয়ে দিয়ে।

বর্তমানে আমরা মবটা মেনে নি,

আবার কিছু মানতেও পারি না।

পরীযয়ী শ্রমিকরা আজ ভবঘুরে,

সংসার ফেলে তারা কাজের সন্ধানে।

দেশ দেশান্তরে তারা আহ ঘুরে চলেছে,

তারাও বাড়ি ফিরতে চায়।

ভিক্ষা নয় তারা পরিশ্রম করেই,

রোজগার করতে চায়।

শুধু সসম্মানে বাড়ি ফিরতে চায় তারা,

নিজের পরিবারের কাছে আসতে চায়।

এটাই কি তাদের অপরাধ??

বিনা কারনে প্রাণ হারালো তারা,

করোনাতে নয় তারা খুদার জ্বালায় মরছে।

দিনের পর দিন লকডাউন বেড়ে চলেছে,

সারারণ মানুষ আর সহ্য করতে,

পারছে না খুদার জ্বালা।

মহামারীতে নয় তারা খুদায় প্রাণ হারাবে আজ।

8
$ 0.00
Sponsors of abir997
empty
empty
empty
Avatar for abir997
3 years ago

Comments

Onak sundor likhachan vaiya. Amadar bortamn poristytitai amn kichu koraw jai na cup kote sojjow kora jai na

$ 0.00
3 years ago