আমার সাথী

3 9
Sponsors of abir997
empty
empty
empty

চলার পথে একজন সাথীর খুব দরকার সে একটা জলজ্যান্ত মানুষ হোক কিংবা জড় বস্তু। প্রকৃত সাথী তো সেই যে বন্ধুর মতো পাশে থাকবে, আমার ইচ্ছা অনিচ্ছার মান রাখবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমার সকল কান্নাকে হাসি দিয়ে ডেকে ঢেকে দেবে, আমার না পারা গুলো না দেখে আমার পারা গুলো তুলে ধরবে।

বছর দুয়েক আগে আমার চলার সাথী বলে জানতাম বই। গল্প উপন্যাসের চরিত্রগুলো ছিল আমার বড় আপন। সময়ে অসময়ে কথা বলতাম তাদের সাথে। দুঃখে, কান্না কিংবা আনন্তের হাসি সবই ভাগ করে নিতাম তাদের সাথে।

বইবে সঙ্গীত করেছিলাম কারন আমার সাথে মানুষজন বেশি মিশতো না কথাও বলতো না।

অনেকে বলেন একশের বসন্ত খুব দামী, জানি না কার কাছে কতোটা দামী। আমার বাছে খুব দামী কারণ এই বসন্তেই আমি আমার পথের সাথিকে খুজে পেয়েছি।

আমাকে আমার সকল কাজে উৎসাহিত করেছে, আসার না পারাগুলোকে আমাকে হাতে ধরে শিখিয়েছে, সর্বোপরি আসাকে নিজেকে চিনতে শিখিয়েছে, আমার ইচ্ছার মান রেখেছে।

এবং এর বিনিময়ে সে আমায় পায়ে কোনো বেড়ি পড়াই নি, বরং আমাকে মুক্ত আকাশে উড়তে দিয়েছে। আর আমার থেকে চাওয়া খুব সামান্য একটু ভালোবাসা আর একটু কেয়ার যেটা আমি তাকে দিতে পারবো।

আমার চলার পথে এমন একজন সাথী পেয়ে আমি তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।

1
$ 0.00
Sponsors of abir997
empty
empty
empty

Comments

Amazing

$ 0.00
User's avatar Win
4 years ago

Nice article

$ 0.00
4 years ago

thanks brother

$ 0.00
4 years ago