চলার পথে গোলক ধাধা, আসলো অনেক নতুন বাধা।
করোনায় কাটে সাধের বেলা, থেমে যায় সকল চলা। কি হৃদয় বিতারক প্রকৃতির খেলা।
আসছে কতো নতুনত্ব, উদয় অস্ত অবিরত, বের হবে না সাবধান! জারি হলো তথ্য
তবুও আশা ওই তো ভালোবাসা। ফোটাক জীবনের আলো, আলোই তো জীবন।
প্রতি টুয়েন্টি শতাব্দিতে আসে যমদুত আসে মহামারি, প্লেগ, কলেরা, স্পানিশ ফ্লু, করোনা
নেই কোনো নিয়মের বালাই, আতঙ্কে থাকি সদাই
দিনভর একা একাকি, কাটে না তো ওপারের ভেলা।
বুনন করি কতক স্বপ্ন স্বপ্নলোকে, আকি ছবি নীলাককাশের নিলীমায়
স্বপ্নরাজ্যে জ্বালি পিদিম, বিশ্বজুড়ে ছড়ায় রঙিন আলো, সুবাসিত হয় ধরনী, কেটে যায় আধার।
আসুক ফিরে সেই রাঙা প্রভাত, তাবৎ বিশ্ববাসী যার প্রতীক্ষায়
বিজ্ঞানীদের গবেষণাগারে যুগান্তকারী সাধনা, আশার আলো, আলোই তো জীবন।
ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করোনাকে জয় করে প্রতিটা দেশে, প্রতিটা শহরে ফিরে আসবে আগের সেই রাঙা প্রভাত, নতুন সকাল হবে।
0
15