বিশ্বজুড়ে জ্বলছে চিতা, পুড়ছে মানুষ শয়ে শয়ে।
অবাক হয়ে দেখছে মানুষ কাপছে সবাই মৃত্যুভয়ে।
এমন এক মরণব্যাধি বিশ্বটাকে করেছে গ্রাস
জলজ্যান্ত মানুষগুলোকে নিমিষে করে দিচ্ছে লাশ।
এই ব্যাধীর উৎপত্তিস্থল সেই সুদূর চীন
মৃত্যুদূত হলো সাক্ষাত কোভিভ-১৯।
ওহে মৃত্যুদূত,
তোমার কাছে করজোড়ে জানাই অনুরোধ,
মৃত্যুর এই লীলা খেলা এবার বন্ধ হোক।
মানুষ এতোদিনে বুঝে গেছে জীবনেরই সার,
তাদের মাঝে নেই কোনো ধর্ম, রাজনীতি আর।
সবার কাছে করজোড়ে এটাই আমার ভিক্ষা,
মনে যেনো থাকে সবার জীবনের এই শিক্ষা।
তাহলেই তৈরী হবে নতুন এক বিশ্ব
হিংসে, বিদ্বেস থাকবে না যেথা, থাকবেনা কেউ নিঃস্ব।
ভালোবাসার সেই জগতে শ্মশানেও ফুটবে ফুল,
স্থান পাবে না সেখানে কোনো দোষ, অন্যায় ভুল।
নতুন করে বাচবে মানুষ, এড়িয়ে মৃত্যুবাণ
কাধে কাধ মিলিয়ে সবাই গাইবে সাম্যের গান।
একদিন পৃথিবী হবে করোনা মুক্ত, উঠবে নতুন সূর্য
আবার মানুষে মুখোরিত হবে রাস্তাঘাট, হাট বাজার। পৃথিবী আবার তার আগের রূপ পাবে ফিরে।
1
18
Onak valo likhachan sotti amadar nijadar kotha satga satha onnodar cintaw kora uchit