প্রাক্তন

3 6
Sponsors of abir997
empty
empty
empty

সেদিন স্মৃতি কতো না জড়িয়ে ছিলো তোমার পায়ে, যখন তুমি আমার দেয়া শেষ চিঠিটা জ্বালিয়ে দিলে,

দেবার মানুষটাকে একবারও কি মনে পড়ে নি সেদিনন?? চোখের জলে বাদ ভেঙ্গে যাওয়া, সেদিন খুব জরুরি ছিলো জানো??

আমাদের মিলন জরুরি ছিল, যতোটা আমাদের বিচ্ছেদ ছিলো জরুরি!!

জরুরি ছিলো হয়তো রঙিন স্বপ্নগুলো, চোখের মধ্যে সাজানো।

আর সেই স্বপ্নগুলোকে চোখের সামনে ভেঙ্গে গুগিয়ে যাওয়াটাও, জানি না তোমার মনে আছে কি??

যেদিন তুমি আমার মন চুরি করেছিলে আর সেই মনটাকে তুমি মন্দিরে নিয়ে বসিয়েছিলে, তোমার মনে আছে??

নিজের কথাগুলো থেকে সরে যাওয়াটা সেদিন হয়তো জরুরি ছিলো!!

আমাদের মিলন জরুরি ছিল, যতোটা আমাদের বিচ্ছেদ ছিলো জরুরি।

তোমার মন থেকে যেদিন বের করে দিলে আমায়, আমি হারিয়ে ফেলি নিজেকে সেদিন।

তাই কোথায় যাবো ভেবেছিলাম, আর কোথায় গিয়ে পৌছাই, তবে হারিয়ে যাবার পর গিয়ে বুঝি

হারানো টাও কি জরুরি ছিল??

আমাদের মিলন জরুরি ছিল, ততো টাই কি আমাদের বিচ্ছেদ ছিল জরুরি??

5
$ 0.00
Sponsors of abir997
empty
empty
empty

Comments

যখন নিজের প্রিয় মানুষটাই সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষটা প্রাক্তন হয়ে যায় সেই কষ্টটা বলে বুঝানোর মতো না। কথাগুলো পড়ে অনেক ভালো লাগল।

$ 0.00
4 years ago

Good article

$ 0.00
User's avatar Win
4 years ago

Thanks for sharing this information. I never same story. Your article is so beautiful.

$ 0.00
4 years ago