0
20
মানুষের জীবনে প্রিয়তম বলতে কিছুই যদি থাকে তা হচ্ছে মনের মানুষ তাকেই সাধারণত প্রিয়তম বলা হয়।এগুলো মাথার মধ্যে আসে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উঠার পর।তখন মানুষ মনে মনে অনেক স্বপ্ন দেখে যা বেশির ভাগই পূরণ হয় না।আর হবেই বা কি তাদের তো আর বয়স তেমন হয় না,তাদের এই সময় উড়ে বেড়াতে ইচ্ছে করে কিন্তু পাখা মেলে উড়তে পারেনা।