ভেজিটেবল ভিন্দালু

3 7
Avatar for abanik111
3 years ago

উপকরণ :

  • আলু টুকরো ১/২ কেজি।

  • মটরশুটি ছাড়ানো।১/২ কাপ।

  • গাজর চৌকা টুকরো ১ কাপ।

  • পেঁয়াজ ৬ টি।

  • আদা বাটা ১ চা চামচ।

  • মরিচ বাটা ১/২ চা চামচ।

  • হলুদ বাটা ১ চা চামচ।

  • জিরা বাটা ১ চা চামচ।

  • এলাচ ২ টি।

  • দারচিনির ২ সে.মি ২ টুকরো।

  • গোল মরিচ ১/২ চা চামচ।

  • লবণ ২ চা চামচ।

  • সিরকা ১/৪ কাপ।

  • তেল ১/৪ কাপ।

তৈরি করার নিয়ম:

  • আলু, গাজর মসলা মাখিয়ে সিরকার ভিজিয়ে রাখ।২ ঘন্টা পরে সবজি মসলা থেকে তুলে রাখ।

  • তেল গরম করে মসলা ও অল্প পানি দিয়ে কষাও।সবজি দিয়ে ঢেকে অল্প আচেঁ সিদ্ধ কর। আলু ও গাজর সিদ্ধ না হলে ১ কাপ গরম পানি দিয়ে সামান্য আচ বাড়িয়ে দাও।

  • মটরশুঁটি দিয়ে নেড়ে ঢেকে আরো অল্প আচে অনেকক্ষণ চুলায় রেখে দিন।তেলের ওপরে উঠে এলে ভাজা হলে নামিয়ে ফেলুন।

  • গরম গরম পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

4
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments

আপনার রেসিপি গুলার মধ্যে সত্যি নতুনত্ব আছে। এমন এমন রেসিপি দেন যেগুলো কখনো নাম শুনিনি, খাইনি,।

$ 0.00
3 years ago

আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খাবারটি অত্যন্ত সুস্বাদু হবে। এমন খাবার আমি কখনো তৈরি করিনি কখনো খাইনি। আমার ইচ্ছা এই খাবারটি আমি তৈরি করেই খাব।

$ 0.00
3 years ago

Nam ta sune mukha jol cola aslo sotyo recipeti khub mojar. Khataw nischoi khub moja hoba

$ 0.00
3 years ago