ভাপে ছোট মাছ

9 16
Avatar for abanik111
3 years ago

প্রিয় বন্ধুরা,

আবারো আপনাদের সামনে আরেকটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আটিকেল টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে রেসিপিটি আজকেই রেসিপিটি বেশ মজাদার এবং সবার প্রিয় হতে যাচ্ছে।

আসুন জেনে নিই আজকে রেসিপি তৈরি করার নিয়ম

উপকরণ :

  • ছোট মাছ ২৫০ গ্রাম।

  • সরিষার তেল সিকি কাপ।

  • লবণ পরিমাণ মতো।

  • ধনেপাতা ২ টেবিল চামচ।

  • টমেটো ২ টি।

  • সরষে বাটা ১ চামচ।

  • হলুদ বাটা আধা চা চামচ।

  • কাচা মরিচ ৩-৫ টি।

  • পেয়াজ কুচি ২ টেবিল চামচ।

তৈরি করার নিয়ম:

  • মাছ কুটে বেছে ভালোকরে ধুয়ে পানি ঝরিয়ে লবণ দিয়ে মেখে ৫ মিনিট রেখে দিন।

  • মাছ ও ধনেপাতা বাদে সব উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে।

  • এবার আলাদাভাবে মাছ গুলে মাখতে হবে।

  • একটি পাএের ঢাকনা সহ বাটিতে মাছের সাথে ধনেপাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

  • এই বাটিটি গরম পানি ভাপের উপর ৩০ মিনিট রেখে রান্ন করতে হবে না হয় আপনি প্রেশার কুকার এ ভাপে রান্না করতে হবে ১৫ মিনিট।

রান্না হওয়া পর সাভিং ডিশে গরম গরম পরিবেশন করুন। খেতে বেশ মজাদার হবে।

দয়াকরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না 🙏🙏

Sponsors of abanik111
empty
empty
empty

10
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments

Wow Nice

$ 0.00
3 years ago

Wow Dear❤❤👈 amazing recipe dear❤👈👈 that's great ❤❤

$ 0.00
3 years ago

Good

$ 0.00
3 years ago

Awesome

$ 0.00
3 years ago

ছোট মাছ চোখের জ্যোতির জন্য খুবই উপকৃত।

$ 0.00
3 years ago

ভাপে ছোট মাছ আমি কখনো খাইনি। তবে ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। এটা অনেক পুষ্টিকর খাবার।

$ 0.00
3 years ago

এই খাবারটা অনেক সুস্বাদু এবং টেস্টি একটি খাবার ।অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি খাবারের রেসিপি শেখানোর জন্য

$ 0.00
3 years ago

খুবই সুস্বাদু এবং মজাদার একটা খাবার। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

$ 0.00
3 years ago