থাই সুপ

6 22
Avatar for abanik111
4 years ago

উপকরণ :

চিকেন স্টক ৬৫০ মিলি

চিংড়ি মাছ ১০০ গ্রাম

মোরগের মাংস ৫০ গ্রাম

ডিমের কুসুম ২ টি

কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ

চিনি ১ টেবিল চামচ

লবণ ১/২ চামচ

স্বাদ লবণ ১/৪ চামচ

টমেটো সস ২ টেবিল চামচ

লেমন গ্রাস ১০ টুকরা

লেবুর রস ১/২ চা চামচ

কাঁচামরিচ ২ টি

তৈরীর নিয়ম:

১.মাংস থেকে হাড় ছাড়িয়ে হাড় গুলোতে ৬ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নাও।এবং ৩ কাপ স্টক মেপে নাও।

২.চিংড়ি মাছ ও আধা কাপ মোরগের মাংসের সাথে স্টক,কাঁচামরিচ, ও লেবুর রস বাদে অন্যান্য সব উপকরণ একটি হাড়িতে মিশান।

৩.স্টক দিয়ে ভালোভাবে মিশিয়ে উনুনে দিন।হাল্কা জ্বালে নেড়ে সুপ ফুটাও। ফুটে উঠার পর লেবুর রস, কাঁচামরিচ দাও।তারপর মাংস সিদ্ধ না হওয়া অবধি অল্প আচেঁ নাড়ি।মাংস সিদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশ্ন করুন।

9
$ 0.51
$ 0.40 from @anikbarua123
$ 0.11 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

স্যুপ আমার অনেক ফেবারিট।আর এখানে এক্সট্রা কিছু আছে স্বাদ আরো ভাল হবে মনে হচ্ছে।

$ 0.00
4 years ago

স্যুপ একটি স্বাস্থসম্মত হালকা খাবার যেটা অল্পতেই পেট ভরিয়ে দিতে পারে সাথে পুষ্টিও। স্যুপ থেকে অভ্যস্ত হওয়া উচিত।

$ 0.00
4 years ago

সো ইয়াম্মি। থাই সুপ। আমার অনেক ভালো লাগে থাই সুপ। থাই সুপ এর সাথে ফ্রায়েড চিকেন আর অন্থন হলেতো কথাই নাই।

$ 0.00
4 years ago

yammmmmi it was.

$ 0.00
4 years ago

So yummy. Thai soup. I like Thai soup a lot. There is no question of fried chicken and anthony with Thai soup.

$ 0.00
4 years ago

thanks you so much brother

$ 0.00
4 years ago